আলোচনার পথে চিঁড়ে ভেজেনি। নতুন জেলা কমিটির প্যানেলের অতিরিক্ত নাম দেওয়া দলের দুই নেতা এখনও নাম তোলেননি। তার জেরে শেষ পর্যন্ত ভোটাভুটির পথেই উত্তর ২৪ পরগনা জেলা কমিটি বাছতে হবে সিপিএমকে। বারাসতে দলের জেলা দফতরে রবিবার উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনের প্রতিনিধিদের ডাকা হয়েছে। সিপিএম সূত্রের খবর, সে দিন প্রথমে এক বার অনুরোধ করা হবে ভোটাভুটি এড়িয়ে কমিটি করার জন্য। তাতে কাজ না-হলে ভোটাভুটিই হবে। জেলা কমিটি গঠন না-করেই গত রবিবার শেষ করে দেওয়া হয়েছিল সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন। নতুন জেলা কমিটির জন্য ৭৪ জনের (কমিটি মোট ৭৫ জনের) নামের প্যানেল পেশ হলে তাতে অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন আরও ২৭ জন! শেষ পর্যন্ত সেই রাতেই ২৫ জন নাম তুলে নিলেও মধ্যমগ্রাম ও বিধাননগরের এক জন করে নেতা অনড় ছিলেন। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘এখনও পর্যন্ত দু’জন নাম প্রত্যাহার করতে চাননি। সম্মেলনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের শুরুতে দলের তরফে এক বার আবেদন করা হবে নাম প্রত্যাহারের জন্য। তাতে সাড়া না-মিললে গঠনতন্ত্র মেনে ভোটাভুটিই হবে।’’ কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে শুক্রবার দলের রাজ্য কেন্দ্রের সম্মেলনে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঐক্যবদ্ধ পথে বাম আন্দোলনকে শক্তিশালী করার বার্তাই দিয়েছেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)