Advertisement
২৬ এপ্রিল ২০২৪
dacoity

চুঁচুড়ায় অসুস্থ বৃদ্ধার কান ছিঁড়ে গয়না লুঠ দুষ্কৃতীদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অয়ন মুখোপাধ্যায় নামে গড়বাটির এক বাসিন্দার বাড়িতে ঢোকে দুই দুষ্কৃতী।

চায়না মুখোপাধ্যায়।

চায়না মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ০১ মে ২০২১ ২০:২৪
Share: Save:

ডাকাতি করতে এসে অসুস্থ বৃদ্ধার কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে হুগলি জেলার চুঁচুড়ার গড়বাটি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অয়ন মুখোপাধ্যায় নামে গড়বাটির এক বাসিন্দার বাড়িতে ঢোকে দুই দুষ্কৃতী। তিন তলা বাড়ির একতলায় অয়নের অসুস্থ মা চায়না মুখোপাধ্যায় থাকেন। তাঁকে দেখাশোনার জন্য ঝুমা মালিক নামে এক জন পরিচারিকাও থাকেন। শুক্রবারও ঝুমা ছিলেন চায়নার সঙ্গেই। ঝুমার দাবি, ‘‘রাত আড়াইটে নাগাদ দুই দুষ্কৃতী দরজা ভেঙে ভিতরে ঢুকে আমাকে বাথরুমের ভিতর আটকে রেখেছিল। এক জনের হাতে শাবল ছিল।’’ চায়না বলেন, ‘‘আচমকা আমার ঘুম ভেঙে যায়। দেখি, আমার গলায় গামছার ফাঁস দিয়ে এক জন বসে আছে। আর একজন আলমারি ভেঙে সব লুঠ করে।’’ মুখোপাধ্যায় পরিবারের দাবি, প্রায় ১৮ ভরি সোনার গহনা এবং নগদ পাঁচ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা।

শনিবার ভোরে অয়নকে ঘুম থেকে ডেকে ডাকাতির খবর দেন ঝুমা। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে চুঁচুড়া থানায়। ঝুমাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hooghly dacoity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE