কাজের পৃথিবীতে মেয়েদের চলার পথে আর একটি কাঁটা দূর করার পদক্ষেপ এই ঋতুকালীন ছুটি! না কি, তাঁদের ঘুরিয়ে একঘরে করা বা বিপাকে ফেলার ছক?
দানা বাঁধছে এমনই আশঙ্কা! টরন্টোয় কর্মরত, কম্পিউটার ইঞ্জিনিয়ার দূর্বা মুখোপাধ্যায় বলছিলেন, ‘‘মাসে একটা দিন বা বছরে অন্তত ১০টা দিন ছুটি কর্পোরেট জগতে মেয়েদের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলতে পারে। হয়তো কোনও গুরুতর অসুস্থতার জন্য ছুটিতেও টান পড়তে পারে।’’
আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ বিভিন্ন সমীক্ষায় প্রকাশ, ভারতে মেরেকেটে সিকি ভাগ মেয়ে রোজগার করেন। পিরিয়ড বা ঋতুকালীন ছুটি কি তাঁদের প্রতি বিরুপ দৃষ্টিভঙ্গিই পোক্ত করবে? জোম্যাটো সংস্থার তরফে এ দেশে মেয়েদের বছরে ১০ দিন পর্যন্ত ঋতুকালীন ছুটি ঘোষণার পরে এ সব জল্পনা উঠে আসছে। ইতিমধ্যে সাংবাদিক বরখা দত্তের টুইট,‘পিরিয়ডের ছুটি আর যুদ্ধক্ষেত্রে মেয়েদের কাজ বা মহাকাশযাত্রা এক সঙ্গে খাপ খায় না’ নিয়েও তুমুল বিতর্ক। তথ্যপ্রযুক্তি সংস্থা ক্ষেত্রের ন্যাসকম বা বণিকসভাগুলিও বিষয়টি নিয়ে কার্যত নীরব। ন্যাসকমের এক কর্তা এবং কলকাতার একটি বণিকসভার কর্তা কিছু বলতে চাননি।