স্থানীয় ক্লাব এবং দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে আয়োজিত ডেঙ্গি-সচেতনতা অভিযানে কয়েক জন তরুণের সঙ্গে সে-ও ছিল। মশাবাহিত ওই জ্বরে আক্রান্ত হয়ে মলয় পাড়ুই (১৯) নামে সেই তরুণের হয়ে মৃত্যু হল রবিবার। স্থানীয় কাউন্সিলর প্রবীর পাল স্বীকার করেছেন, ডেঙ্গি-জ্বরেই মৃত্যু হয়েছে মলয়ের। দক্ষিণ দমদমের ফকির ঘোষ রোডের বাসিন্দা মলয় সোমবার জ্বরে আক্রান্ত হয়ে দমদম পুরসভা হাসপাতালে ভর্তি হয়। এ দিন সন্ধ্যায় মারা যায় সে। প্রবীরবাবু বলেন, ‘‘এই ঘটনা দুর্ভাগ্যজনক। পুরসভা সব দিক থেকেই ওই রোগ প্রতিরোধের চেষ্টা করছে। আরও সতর্কতা প্রয়োজন।’’ এর আগে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক শিশু-সহ মারা গিয়েছেন ছ’জন।