এ বার রাজ্য পুলিশে দ্রুত নিয়োগ দাবি করে পথে নামলেন চাকরি-প্রার্থীরা। তাঁদের অভিযোগ, গত চার বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের কোনও বিজ্ঞপ্তি নেই। অথচ তথ্যের অধিকার আইনে (আরটিআই) আবেদন করে জানা গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের শূন্য পদ ৩২ হাজার ১২৩। কলকাতা পুলিশ, এসআই, ওয়ারলেস অপারেটর সব মিলিয়ে শূন্য পদ প্রায় ৬০ হাজার। প্রায় ১৬৫০ নন-জয়েনিং পদও খালি পড়ে রয়েছে, সেখানেও নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ‘পশ্চিমবঙ্গ চাকরি-প্রার্থী মঞ্চে’র ডাকে মিছিল হল শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত। মিছিল শেষে চাকরি-প্রার্থীরা ধর্মতলার মোড়ে অবস্থানে বসেন কিছু ক্ষণ। রাস্তায় শুয়ে পড়ে অবরোধও হয়। চাকরি-প্রার্থীদের দাবি, নিয়োগ না হওয়ায় বয়স বেড়ে যাচ্ছে। বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দিতে হবে। মহিলা পুলিশের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে অন্য রাজ্যে যেখানে ১৫৭ সেমি উচ্চতা লাগে, এ রাজ্যে তা ১৬০ সেমি। ওই মাপকাঠি এখানেও ১৫৭ সেমি করার দাবি তুলেছেন তাঁরা। চাকরি-প্রার্থী মঞ্চের আহবায়ক ইন্দ্রজিৎ ঘোষের হুঁশিয়ারি, দাবি মানা না-হলে বৃহত্তর আন্দোলন হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)