স্পর্শকাতর জায়গায় উত্তেজনা প্রশমনে এ বার রাজ্যবাসীর কাছে আবেদন করল পুলিশ। বুধবার একটি ভিডিও বার্তায় রাজ্যে শান্তি, সম্প্রীতি ও একতা রক্ষার জন্য অনুরোধ করলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ।
ফেসবুকে করা একটি আপত্তিকর ছবি পোস্টের পর থেকে ঝামেলা শুরু উত্তর ২৪ পরগনার বাদুরিয়ায়। সোমবার থেকেই বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট-সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়। ধীরে তা ছড়িয়ে পড়ে বারাসত, হাড়োয়া, দেগঙ্গা, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ-সহ জেলার অন্যান্য জায়গায়। তার জেরে পথ অবরোধ, ভাঙচুর, ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে থাকে। অশান্তির জেরে আহত হন অনেকে। হিংসার রেশ থামেনি মঙ্গলবারও। গত কাল রাতে ওই এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। বুধবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া যায়।
আরও পড়ুন