Advertisement
E-Paper

উপকূল রক্ষী-বাহিনীর নয়া স্টেশন ফ্রেজারগঞ্জ

নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় নজরদারি বাড়াতে উপকূল রক্ষী বাহিনীর নতুন স্টেশনের উদ্বোধন হল দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে। সোমবার দেশের ৪২ তম ও রাজ্যের তৃতীয় উপকূল রক্ষী বাহিনীর নতুন এই স্টেশনের উদ্বোধন করেন ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রের অর্থনৈতিক উপদেষ্টা অরুণাভ দত্ত। উপস্থিত ছিলেন ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলের আইজি কে সি পান্ডে, ডিআইজি শারদ মন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৪ ০১:৩২
ফ্রেজারগঞ্জে নতুন স্টেশনের উদ্বোধন।

ফ্রেজারগঞ্জে নতুন স্টেশনের উদ্বোধন।

নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় নজরদারি বাড়াতে উপকূল রক্ষী বাহিনীর নতুন স্টেশনের উদ্বোধন হল দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে। সোমবার দেশের ৪২ তম ও রাজ্যের তৃতীয় উপকূল রক্ষী বাহিনীর নতুন এই স্টেশনের উদ্বোধন করেন ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রের অর্থনৈতিক উপদেষ্টা অরুণাভ দত্ত। উপস্থিত ছিলেন ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলের আইজি কে সি পান্ডে, ডিআইজি শারদ মন্ত্রী। ফ্রেজারগঞ্জের নতুন এই স্টেশনটি পরিচালনার দায়িত্ব পেলেন কমান্ডিং অফিসার রাজেন্দ্র স্বরূপ। বাহিনীর আধিকারিকরা জানান, ফ্রেজারগঞ্জে স্টেশন তৈরির জন্য যেখানে প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, তার কাছেই একটি হোটেল ভাড়া করে আপাতত কার্যালয় চালু করা হয়েছে। ভবিষ্যতে বাহিনীর নিজস্ব জমিতে প্রয়োজনীয় পরিকাঠানো গড়ে তোলা হবে। অরুণাভ দত্ত বলেন, “লক্ষ্যমাত্রা অনুযায়ী নতুন এই স্টেশন চালু করা হল। বাংলাদেশের দিকে আন্তর্জাতিক জলসীমা পর্যন্ত ও সুন্দরবন এলাকায় নজরদারি চালানোর জন্য এই উদ্যোগ একটি মাইলস্টোন। এর ফলে জলপথে ভারতীয় এলাকায় বেআইনি অনুপ্রবেশ, চোরাচালানের মতো ঘটনা রোধ করা সহজ হবে।” বাহিনীর ডিআইজি (উত্তর-পূর্বাঞ্চল) শারদ মন্ত্রী জানান, ফ্রেজারগঞ্জে স্টেশন বাহিনীর হলদিয়া জেলা সদর দ্বারা পরিচালিত হলেও সেখানে সবসময় দু’টি হোভারক্রাফট থাকবে। । আইজি কেসি পাণ্ডে বলেন, “বাহিনী অপরাধ দমনের ক্ষেত্রে রাজ্য প্রশাসন, পুলিশ, কাস্টমস, মৎস্য ও বন দফতর, স্থানীয় মৎস্যজীবী সকলের সহযোগিতায় সন্দেহভাজনদের উপর কড়া নজরদারি চালাবে। এছাড়া বন্যা, সাইক্লোন-সহ যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বাহিনী তল্লাশি ও উদ্ধারের কাজ করবে।”

kakdwip navy frezarganj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy