Advertisement
০৫ মে ২০২৪

গরমে কর্মবিরতির সিদ্ধান্ত, ধুন্ধুমার আরামবাগ আদালতে

দুঃসহ গরমের জন্য এক পক্ষর দাবি ছিল, দিন তিনেকের জন্য কর্মবিরতি পালন করা হোক। কিন্তু অন্য পক্ষ তাতে রাজি না হওয়ায় বুধবার আরামবাগ মহকুমা আদালতে মুহুরি ও আইনজীবীদের মধ্যে ধুন্ধুমার ঘটে গেল। দু’পক্ষের বচসা থেকে হাতাহাতি, তাড়া করা দেখে থ’ বনে যান আদালতে কাজের জন্য আসা লোকজন। ঘড়িতে তখন বেলা ১১টা। বন্ধ হয়ে যায় আদালতের কাজ। তবে অবস্থা সামাল দতে পুলিশকে আসতে হয়নি। ঘণ্টাখানেক পরে দু’পক্ষই রণে ভঙ্গ দেন। তবে এ দিন আর আদালতের কাজ হয়নি।

আরামবাগ আদালত চত্বরে যুযুধান দু’পক্ষ। ছবি: মোহন দাস।

আরামবাগ আদালত চত্বরে যুযুধান দু’পক্ষ। ছবি: মোহন দাস।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১২ জুন ২০১৪ ০১:৩৮
Share: Save:

দুঃসহ গরমের জন্য এক পক্ষর দাবি ছিল, দিন তিনেকের জন্য কর্মবিরতি পালন করা হোক। কিন্তু অন্য পক্ষ তাতে রাজি না হওয়ায় বুধবার আরামবাগ মহকুমা আদালতে মুহুরি ও আইনজীবীদের মধ্যে ধুন্ধুমার ঘটে গেল। দু’পক্ষের বচসা থেকে হাতাহাতি, তাড়া করা দেখে থ’ বনে যান আদালতে কাজের জন্য আসা লোকজন। ঘড়িতে তখন বেলা ১১টা। বন্ধ হয়ে যায় আদালতের কাজ। তবে অবস্থা সামাল দতে পুলিশকে আসতে হয়নি। ঘণ্টাখানেক পরে দু’পক্ষই রণে ভঙ্গ দেন। তবে এ দিন আর আদালতের কাজ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড গরমের জন্য গত ১৪ মে থেকে ১০ দিনের জন্য আদালতে কয়েকদিনের কর্মবিরতি পালন করেছিলেন আইনজীবীরা। তার পর যথারীতি কাজ শুরু হয়েছিল। কিন্তু এ দিন ফের গরমের জন্য কাজ করতে সমস্যা হচ্ছে দাবি করে মুহুরিরা তিনদেনের জন্য কমবিরতি চান। ব্যাপারে তাঁদের সংগঠনের তরফে একটি প্রতিলিপি আইনজীবীদের সংগঠনের কাছে পাঠানো হয়। কিন্তু বেঁকে বসেন আইনজীবীরা।

আইনজীবী সংগঠনের সম্পাদক অলক কুণ্ডুর দাবি, “মুহুরিরা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। এতে আমাদের এবং আদালতকে অসম্মান করা হয়েছে। আদালতে কর্মবিরতি হওয়া বা না হওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে আমাদের। তা ছাড়া আচমকা কয়েক ঘন্টার নোটিসে আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া যায় না। এর ফলে দূর দূর থেকে আসা বিচার প্রার্থীদের হয়রান হতে হবে। এই কারণেই আমরা প্রতিবাদ করেছি।”

মুহুরিদের সংগঠনের সভাপতি পান্নালাল সামন্তর বক্তব্য, “প্রচণ্ড গরমে আইনজীবী, আদালতে আসা বিচারপ্রার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন। সে জন্যই তিনদিনের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট সমস্ত মহলে জানানোও হয়। কিন্তু আইনজীবীদের একাংশ নিজেদের অহমিকার জন্য এমন কাণ্ড ঘটাল। এর আগে ওঁরা কমর্বিরতির ডাক দিলে আমরা সমথর্ন করেছিলাম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arambagh court suspension of work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE