Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তৃণমূল-বিজেপি মারপিট

খাল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তীর ত্রিদিবনগর। রবিবার এই ঘটনায় জখম হয়েছেন ৫ জন। পরিস্থিতি সামাল দিতে র্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়। ক্যানিংয়ের এসডিপিও বিশ্বজিৎ মাহাতো নিজেও ঘটনাস্থলে আসেন।

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ২৬ মে ২০১৪ ০২:০৪
Share: Save:

খাল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তীর ত্রিদিবনগর। রবিবার এই ঘটনায় জখম হয়েছেন ৫ জন। পরিস্থিতি সামাল দিতে র্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়। ক্যানিংয়ের এসডিপিও বিশ্বজিৎ মাহাতো নিজেও ঘটনাস্থলে আসেন। কোনও পক্ষই অবশ্য কোনও অভিযোগ দায়ের করেনি। তবে চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সরকারি খালটি দীর্ঘ দিন ধরে দখলে রেখেছিল আরএসপি। সেখানে মাছ চাষ হয়। পরে তৃণমূল খালের দখল নিয়ে চাষ শুরু করে। গত শুক্রবার এলাকার বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক যোগ দেন বিজেপিতে। তারপরেই উত্তেজনা ঘণীভূত হয়। তৃণমূলের হাত থেকে খাল দখলমুক্ত করতে হাজির হয় বিজেপির লোকজন। দু’পক্ষের মারপিট বাধে। শুরু হয় বোমাবাজি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

গোসাবার বিধায়ক তৃণমূলের জয়ন্ত নস্কর বলেন, “বিজেপি দেশে ক্ষমতায় আসার পর থেকেই সমস্ত জায়গায় সরকারি খাস জমির দখল নিতে চাইছে। আমাদের ছেলেরা বাধা দিতে গেলে ওরা মারধর করে। সুব্রত মণ্ডল নামে আমাদের দলের এক জনকে ধারাল অস্ত্রের কোপ মারে।”

অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি দেবতোষ আচার্য বলেন, “তৃণমূল দীর্ঘ দিন ধরে খাস জমি দখল করে রেখেছে। এই এলাকার বহু মানুষ আমাদের প্রতি আস্থা রেখে বিজেপিতে যোগ দিচ্ছেন। সাধারণ মানুষ চাইছেন, সরকারি খাল সাধারণ মানুষের জন্যই ছেড়ে দেওয়া হোক। এই ক্ষোভেই ওরা আক্রমণ করছে।” বিজেপি নেতার দাবি, তৃণমূলের আক্রমণে তাঁদের দলের ৪ জন জখম হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc bjp basanti
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE