Advertisement
০৫ মে ২০২৪

দেগঙ্গায় অস্ত্র কারখানার হদিস হাওড়ার গোয়েন্দাদের

দিনদুপুরে হাওড়া স্টেশনের কাছে গঙ্গার ঘাটে এক ব্যক্তিকে ঘিরে ধরে তাঁর হাতের ব্যাগ নিয়ে টানাটানি করছে কয়েকজন যুবক! রবিবার সকালে এই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন পথচারীরা। জমে গিয়েছিল জটলা। পরে জানা গেল, ব্যাগের ভিতরে রয়েছে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ। যাঁর হাতে ছিল ব্যাগ, পুলিশের দাবি সেই রঘুনাথ মণ্ডল অস্ত্র-কারবারে জড়িত। আর যাঁরা ওই ব্যাগটি কাড়ার চেষ্টা করছিলেন, তাঁরা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা!

অস্ত্র উদ্ধার দেগঙ্গায়।  —নিজস্ব চিত্র।

অস্ত্র উদ্ধার দেগঙ্গায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৪ ০১:৩৭
Share: Save:

দিনদুপুরে হাওড়া স্টেশনের কাছে গঙ্গার ঘাটে এক ব্যক্তিকে ঘিরে ধরে তাঁর হাতের ব্যাগ নিয়ে টানাটানি করছে কয়েকজন যুবক! রবিবার সকালে এই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন পথচারীরা। জমে গিয়েছিল জটলা। পরে জানা গেল, ব্যাগের ভিতরে রয়েছে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ। যাঁর হাতে ছিল ব্যাগ, পুলিশের দাবি সেই রঘুনাথ মণ্ডল অস্ত্র-কারবারে জড়িত। আর যাঁরা ওই ব্যাগটি কাড়ার চেষ্টা করছিলেন, তাঁরা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা!

বিষ্ময়ের আরও বাকি ছিল। তবে সেটা উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দাদের জন্য। হাওড়ায় ওই আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার এবং রঘুনাথকে গ্রেফতারের সুতো ধরে সোমবার তাঁদের এলাকা থেকে একটা গোটা অস্ত্র কারখানার সন্ধান পেলেন গোয়েন্দারা। এলাকাবাসী অবশ্য সেটাকে অবশ্য গৃহস্থের বাড়িতে চলা লেদ-কারখানা বলে জানতেন। বাড়ির মালিক রাধেশ্যাম মণ্ডলকে গ্রেফতার করা হয়।

হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুরের দাবি, “রাধেশ্যামের বাড়িতে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ তৈরি হত। তারপরে সেগুলি বিহার চলে যেত। সেখানে ওই যন্ত্রাংশগুলি এক সঙ্গে করে পুরো আগ্নেয়াস্ত্রটি তৈরি হয়ে ফের এই রাজ্যে চলে আসত।”

পুলিশ সূত্রের খবর, গত ২ মার্চ মুঙ্গের পুলিশ হাওড়ার দাশনগরে এসে কয়েক জনকে গ্রেফতার করে। তখনই ওই এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির একটি বিশাল কারখানার সন্ধান মেলে। এরপরেই নড়েচড়ে বসেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তাঁরা জানতে পারেন, দেগঙ্গায় আর একটি কারখানা রয়েছে। পাশাপাশি তাঁরা রঘুনাথের বিষয়টিও জানতে পারেন। সেই মতো ফাঁদ পাতা হয় গঙ্গার ঘাটে।

পুলিশ জানায়, রঘুনাথকে জেরা করে দেগঙ্গার কারখানাটির সন্ধান মেলে। এর পরেই এ দিন দেগঙ্গায় যায় হাওড়ার গোয়েন্দা-দল। গোয়েন্দাদের দাবি, রাধেশ্যামের বাড়িতে তল্লাশি চালিয়ে ২১টি দেশি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, লেদ মেশিন ও অন্য যন্ত্রাংশ উদ্ধার হয়। গোয়েন্দা-কর্তাদের অনুমান, রাধেশ্যামকে জেরা করে আরও অস্ত্র-কারখানার সন্ধান মিলতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

deganga weapon factory
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE