Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দিলীপের সঙ্গে তরজা মমতার

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এখন কড়া অবস্থান নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারই জের টেনে বিধানসভার ভিতরে এ বার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তরজা বাধল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০৩:৫৯
Share: Save:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এখন কড়া অবস্থান নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারই জের টেনে বিধানসভার ভিতরে এ বার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তরজা বাধল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রাজ্যের নাম বদলের প্রস্তাবের বিরোধিতা করে সোমবার বক্তৃতা করেছেন খড়গপুর সদরের বিধায়ক দিলীপবাবু। হাসপাতালে অগ্নিকাণ্ড, বিদ্যুতের দাবিতে বিক্ষোভের উপরে গুলি বা বন্যাজনিত সমস্যার সময়ে রাজ্যের নাম বদল নিয়ে আলোচনার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। শুধু মুখ্যমন্ত্রীর ইচ্ছা হয়েছে বলেই নাম বদলাতে হচ্ছে কি না, সেই কটাক্ষও ছিল দিলীপবাবুর বক্তৃতায়। পরে জবাবি ভাষণ দিতে উঠে বিজেপি সভাপতিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের নাম বদলানো যাবে না বলে সেখানকার রেজিস্ট্রার রাষ্ট্রপতির চিঠির যে জবাব পাঠিয়েছিলেন, তার প্রতিলিপি দিলীপবাবুর কাছে আছে শুনেই মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন, ‘‘আপনি কে? দল আর সরকার এক নয়, ভুলে যাবেন না! দেশ ছেড়ে চলে যেতে হবে আপনাদের। ভিএইচপি, আরএসএস থাকবে না এখানে।’’ ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও বিজেপি যে তিন জনের বেশি বিধায়ক পায়নি, তা নিয়েও কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘এত করেও এক-দুই-তিন! ওটাও হবে, এ বার বিদায় দিন!’’ সঙ্ঘ প্রভাবিত একটি সংগঠনের গো-গণনা কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করতেই দিলীপবাবু উঠে পাল্টা জানতে চান, তাতে তাঁদের অসুবিধা কী? শাসক দলের বিধায়কদের চিৎকারেও দমানো যায়নি বিজেপি-র রাজ্য সভাপতিকে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Bandyopadhyay dilip Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE