Advertisement
E-Paper

দিলীপের দাম্পত্য জীবন নিয়ে আবার কুরুচিকর মন্তব্য-সহ পোস্ট! বিধাননগরের সাইবার সেলের দ্বারস্থ হলেন স্ত্রী রিঙ্কু

বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই একাধিক বার বিভিন্ন মহলে কটাক্ষের শিকার হয়েছেন দিলীপ-রিঙ্কু। তবে এত দিন সে সবে বিশেষ আমল দেননি দু’জনেই। কিন্তু এ বার বিধাননগর সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হলেন দিলীপ-জায়া।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১১:৫৬
(বাঁ দিকে) দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ (ডান দিকে)

(বাঁ দিকে) দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ (ডান দিকে) গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফের নিশানায় বিজেপি নেতা দিলীপ ঘোষ! অভিযোগ, সমাজমাধ্যমে দিলীপের বিবাহিত জীবন নিয়ে একের পর এক আপত্তিকর পোস্ট করে চলেছেন দুই ব্যক্তি। রটানো হচ্ছে কুৎসাও। সেই নিয়ে এ বার বিধাননগর সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হলেন দিলীপ-জায়া রিঙ্কু মজুমদার ঘোষ।

বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই একাধিক বার বিভিন্ন মহলে কটাক্ষের শিকার হয়েছেন দিলীপ-রিঙ্কু। তবে এত দিন সে সবে বিশেষ আমল দেননি দু’জনেই। সম্প্রতি বেড়াতেও গিয়েছিলেন তাঁরা। তবে এ বার অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে দু’টি অ্যাকাউন্ট খুলে দিলীপ ও তাঁর স্ত্রীর বিবাহিত জীবন সম্পর্কে অসত্য এবং মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ। রিঙ্কুর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমনটা করা হচ্ছে। এর পরেই বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তথ্যপ্রযুক্তি আইনের পাশাপাশি মানহানি, জনসমক্ষে আপত্তিকর মন্তব্য, পরিচয় গোপন রেখে হুমকি দেওয়ার মতো ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

এ প্রসঙ্গে দিলীপ বলেন, “অনেক দিন ধরেই এগুলো চলছে। বেশ কয়েক মাস ধরে এ ধরনের কুৎসা করা হচ্ছে। আমি খুব একটা সমাজমাধ‍্যমে থাকি না বলে আমার চোখে পড়ে না। কিন্তু আমার স্ত্রীর চোখে পড়েছে। তিনি কষ্ট পাচ্ছিলেন। আমাকে বলছিলেন যে, এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা দরকার। আমিও তাতে সম্মতি দিয়েছি। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।’’ দ্রুত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন দম্পতি।

গত বছরের ১৮ এপ্রিল বিয়ে করেছিলেন দিলীপ ও রিঙ্কু। নিউটাউনের বাড়িতে ঘরোয়া, অনাড়ম্বর অনুষ্ঠানে বছর সাতচল্লিশের রিঙ্কুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বছর ষাটের বিজেপি নেতা। তার পর থেকে একাধিক বার আক্রমণের মুখে পড়েছেন দু’জনে। গত মে মাসে রিঙ্কুর একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পরেও দিলীপ-রিঙ্কুকে নিয়ে নানা মন্তব্যে ছেয়ে যায় সমাজমাধ্যম। এ বার সে সবের বিরুদ্ধে সরব হলেন রিঙ্কু।

Dilip Ghosh Rinku Majumdar BJP Cyber Crime Cell Cyber Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy