Advertisement
২১ মে ২০২৪

কাজ করাই কঠিন, কবুল অ্যাপোলোর ডাক্তারদের

বুধবার অ্যাপোলো হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর পৃথা রেড্ডি যখন কলকাতার হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলেন, অনেক রকম অভিযোগই তাঁর কানে আসে। ডাক্তারদের অনেকেই তাঁকে জানান, অ্যাপোলো-তে দিনের পর দিন যা চলছে, তাতে তাঁদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া খুবই কঠিন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০২:৩৫
Share: Save:

বুধবার অ্যাপোলো হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর পৃথা রেড্ডি যখন কলকাতার হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলেন, অনেক রকম অভিযোগই তাঁর কানে আসে। ডাক্তারদের অনেকেই তাঁকে জানান, অ্যাপোলো-তে দিনের পর দিন যা চলছে, তাতে তাঁদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া খুবই কঠিন। কর্তৃপক্ষের তরফে তাঁদের নানা ধরনের চাপ দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসার বিল, ফ্রন্ট অফিসের কর্মীদের আচরণ নিয়েও রোগীরা তিতিবিরক্ত। পৃথা অবিলম্বে এগুলিতে নজর দেওয়ার আশ্বাস দেন।

এর পরেই বৃহস্পতিবার হাসাপাতালের পূর্বাঞ্চল অধিকর্তা রূপালি বসু পদত্যাগ করেন। এখন প্রশ্ন উঠছে, যে সব কারণে হাসপাতালটিকে ঘিরে এমন বিতর্ক, এই পদত্যাগের পরে কি সেই ছবিটা বদলাবে? এ নিয়ে ঘনিষ্ঠ মহলে সংশয় প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জানিয়েছেন, আগে শুক্রবার নতুন স্বাস্থ্য বিলটি পাশ হোক। এ দিন দুপুরে খোদ হাসপাতালের তরফে জানানো হয়, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নিজেদের দায়িত্বের কথা মাথায় রেখে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ মেনে হাসপাতাল-কর্তৃপক্ষও কিছু পদক্ষেপ করতে চলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Apollo Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE