রাজ্য সরকারের কাছে এ বার উৎসব ভাতার দাবি তুলল গৃহ-সহায়িকাদের সংগঠন। তাদের মতে, অতিমারির দু’বছর পেরিয়ে এ বার শারদোৎসবে উৎসাহ ও উদ্দীপনা বেশি। কিন্তু খেটে খাওয়া মানুষের অবস্থা ভাল নয়। এমতাবস্থায় রাজ্য সরকারকে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ গৃহ-সহায়িকা ইউনিয়নের তরফে দাবি জানানো হয়েছে, সরকার একটি নির্দিষ্ট পরিমাণ উৎসব ভাতা ঘোষণা করুক। রেশনের মাধ্যমে ১০ কেজি খাদ্য শস্য (চাল অথবা গম), চিনি ও ভোজ্য তেল দেওয়া হোক। গৃহ-সহায়িকাদের জন্য শ্বেতপত্র প্রকাশের দাবিও করেছে তারা। ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ এবং সাধারণ সম্পাদক শিল্পী সরকার এরই পাশাপাশি গৃহস্থ পরিবারগুলির কাছে আবেদন করেছেন, তাঁরা যেন শারদোৎসবের আগে সহায়িকাদের প্রতি মাসের বেতনের সমান বোনাস এবং উৎসবের মরসুমে তাঁদের ছুটির ব্যবস্থা করে দেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)