Advertisement
০৭ মে ২০২৪
Domestic Workers

গৃহসহায়িকাদের চিঠি

রাজ্যের কাছে গৃহসহায়িকাদের দাবি, কাজের জায়গায় যোগ দিতে আর যাতে সমস্যা না হয়, তা সরকার দেখুক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ২১:২৫
Share: Save:

করোনা পরিস্থিতিতে গৃহসহায়িকাদের সঙ্কটের দিকে নজর দেওয়ার আর্জি জানিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ‘পশ্চিমবঙ্গ গৃহসহায়িকা ইউনিয়ন’। সিটু অনুমোদিত ওই সংগঠনের বক্তব্য, ট্রেন-সহ গণ-পরিবহণ ব্যবস্থা এখনও স্বাভাবিক না হওয়ায় গৃহসহায়িকাদের অনেকেই কাজে যোগ দিতে যেতে পারছেন না। বহু আবাসনে কাজে যাওয়ায় বাধা আছে, যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এমতাবস্থায় রাজ্যের কাছে গৃহসহায়িকাদের দাবি, কাজের জায়গায় যোগ দিতে আর যাতে সমস্যা না হয়, তা সরকার দেখুক। কয়েক মাস ধরে বেতন যে হেতু অনিয়মিত, তাই পরিবারগুলিকে মাসিক ৭৫০০ টাকা আর্থিক সহায়তা এবং ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হোক। পাশাপাশিই ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক শিল্পী সরকার গৃহকর্তা ও কর্ত্রীদের কাছে আবেদন করেছেন তাঁদের কাজে যোগ দেওয়া ও পুজোর বোনাসের বিষয়টি সহৃদয় বিবেচনার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Domestic Workers Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE