কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, প্রশাসন অনুমতি দিলে মহরম তথা একাদশীর দিন দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া যাবে। কিন্তু কলকাতা ও তার লাগোয়া ৪-৫টি জেলার কোনও পুজো কমিটিই আজ, রবিবার বিসর্জন দেওয়ার জন্য অনুমতি চায়নি। মোটের উপরে সারা রাজ্যের চিত্রও অনেকটা সেই রকমই। শুধু পুরুলিয়া, বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলার কিছু পুজো কমিটি অনুমতি চাওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন তাদের ছাড়পত্র দিয়েছে। আবার বাতিলও হয়েছে কিছু পুজো কমিটির আবেদন।
হাইকোর্টের রায়ের পরেই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার জানান, কলকাতায় একাদশীর দিন বিসর্জন হবে না। কারণ, অনলাইনে পুজোর অনুমতি চাওয়ার সময়েই বিসর্জনের দিন জানিয়ে দিতে হয়। কলকাতার কোনও বারোয়ারিই রবিবার বিসর্জন দেবে বলে জানায়নি।
জেলাগুলিতে অবশ্য অনলাইন অনুমতি এবং আগাম বিসর্জনের দিন জানিয়ে দেওয়ার রীতি নেই। প্রশাসন সূত্রের খবর, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জেলার বেশ কিছু পুজো কমিটি প্রথমে একাদশীর দিন বিসর্জনের কথা ভাবলেও শেষমেশ ওই পরিকল্পনা বাতিল করেছে। যেমন, ব্যারাকপুর কমিশনারেটের ১৫টি পুজো কমিটি একাদশীর দিন বিসর্জনের পরিকল্পনা করলেও কেউই লিখিত আবেদন জানায়নি। নবদ্বীপে একটি মহিলা পরিচালিত পুজো রবিবার বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিলেও শনিবার শেষ মুহূর্তে তারা পরিকল্পনা বাতিল করে।