Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রোজ ভ্যালির গয়নার দোকানে তল্লাশি ইডি-র

অভিযান: লেক মলে ইডির হানা। বুধবার। —নিজস্ব চিত্র।

অভিযান: লেক মলে ইডির হানা। বুধবার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৫
Share: Save:

রোজ ভ্যালির মালিকাধীন গয়নার দোকান ‘অদ্রিজা’-এর তিনটি শো-রুমে বুধবার তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হাওড়া, বাগুইহাটি ও দক্ষিণ কলকাতার লেক মলের ওই শোরুমগুলিতে দুপুর তিনটে থেকে অনেক রাত পর্যন্ত তল্লাশি চলে।

ইডি-র দাবি, এ রাজ্যে আমানতকারীদের থেকে থেকে প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা তুলেছে রোজ ভ্যালি। এই টাকা রোজ ভ্যালি-কর্তা গৌতম কুণ্ডু যে আটটি সংস্থায় বিনিয়োগ করেছে, তার মধ্যে তাদের সোনা ও গয়নার এই দোকানটিও রয়েছে।

তদন্তকারী অফিসারদের কথায়, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালি সঙ্গে রাজ্যের শাসক দলের বেশ কয়েক জন প্রভাবশালী নেতা-মন্ত্রীর যোগাযোগ পাওয়া গিয়েছে। এই সব প্রভাবশালীদের ক্লাবের পুজোয় ‘অদ্রিজা’র তরফে মোটা টাকার বিজ্ঞাপন দেওয়া হতো। অন্য নানা পদ্ধতির সঙ্গে এই ভাবেও আমানতকারীদের টাকা কৌশলে পৌঁছে যেত নেতা-মন্ত্রীদের কাছে।

অদ্রিজা-র তিনটি দোকানে তল্লাশি চালিয়ে এ দিন বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্র্রের দাবি। অদ্রিজার কর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা। তাঁদের কথায়, রোজ ভ্যালি কর্তা এখন হাজতে রয়েছেন। তবু অদ্রিজা-র লাভের একটি অংশ গৌতমবাবুর এক ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে পৌঁছে যাচ্ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE