Advertisement
E-Paper

প্রায় ২১ ঘণ্টা ধরে দেগঙ্গায় অভিযান ইডির, বাকিবুরের আত্মীয়ের বাড়ি থেকে কী কী নিয়ে গেলেন তদন্তকারীরা?

মঙ্গলবার ভোরে দেগঙ্গায় বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানের বাড়িতে হানা দিয়েছিল ইডির তদন্তকারী দল। প্রায় ২১ ঘণ্টা ধরে চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১০:০০
Ed ends around 21 hours long raid at house of relative of Bakibur Rahaman in Denganga in connection with alleged Ration Scam

দেগঙ্গায় প্রায় ২১ ঘণ্টা ধরে ইডির তল্লাশি। —নিজস্ব চিত্র।

প্রায় ২১ ঘণ্টা তল্লাশি অভিযানের পর মঙ্গলবার রাত ১টার পর দেগঙ্গায় বাকিবুর রহমানের আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসারেরা। রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার দেগঙ্গার বেড়াচাঁপার কাউকেপাড়ায় বাকিবুরের চালকলে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। ওই দিনই বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়িতেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা।

সূত্রের খবর, দীর্ঘ ক্ষণ ধরে তল্লাশির পর বাকিবুরের আত্মীয়র বাড়ি থেকে দু’টি মোবাইল তদন্তের কারণে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ ছাড়া বেশ কিছু নথিপত্রও সঙ্গে নিয়ে গিয়েছে ইডির তদন্তকারী দল।

রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোর থেকে অভিযানে নেমেছিল ইডি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তালিকায় ছিল দেগঙ্গায় রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানের বাড়ি ও চালকলও। তিনি আবার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মুকুলের চালকলে তল্লাশি চালায় ইডির দল। রাত ১০টা নাগাদ চালকল থেকে বেরিয়ে যান তদন্তকারীরা, কিন্তু মুকুলের বাড়িতে তখনও চলছিল জিজ্ঞাসাবাদ ও তল্লাশি পর্ব। শেষে গভীর রাত ১টার পরে বাড়ি থেকে দু’টি মোবাইল ও কিছু নথিপত্র নিয়ে বাকিবুরের আত্মীয়ের বাড়ি ছাড়ে ইডি।

রেশন দুর্নীতি মামলায় ইডি ইতিপূর্বেই গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রাক্তন মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী বাকিবুরকেও গ্রেফতার হয়েছেন ইডির হাতে। ইডি সূত্রে খবর, বাকিবুরের ব্যবসায়িক কারবার অনেকটাই নিয়ন্ত্রিত হত দেগঙ্গা থেকে। এ বার বাকিবুরের আত্মীয় বাড়িতে কিসের সন্ধানে হানা কেন্দ্রীয় সংস্থার? মুকুলের কোনও বক্তব্য এখনও না পাওয়া গেলেও, তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান জানিয়েছেন, ইডির অফিসারদের সঙ্গে সহযোগিতা করা হয়েছে। তদন্তকারীরা যা নথিপত্র চেয়েছেন, তা দেওয়া হয়েছে। তিনি বলেন, “সর্ব স্তরে সহযোগিতা করা হয়েছে। আগামী দিনেও করা হবে। তবে ইডি-সিবিআইয়ের হানা আজকাল সাধারণ বিষয় হয়ে গিয়েছে।” আনিসুর আরও জানিয়েছেন, তাঁর এবং মুকুলের মোবাইল নিয়ে গিয়েছে ইডির তদন্তকারী দল।

Ration Scam Enforcement Directorate Deganga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy