Advertisement
২৭ মে ২০২৪

বেঙ্গালুরুতে নিখোঁজ সল্টলেকের প্রৌঢ়া

স্বামীর ঘর ছেড়ে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে গিয়েছিলেন সেই কবে! তার পরে পেট চালানোর জন্য, দুই ছেলেমেয়েকে মানুষ করার জন্য চালাতে হয়েছে লাগাতার দীর্ঘ লড়াই। সল্টলেকের ফাল্গুনী বাজারে দোকান চালিয়ে ছেলেকে বি-টেক পড়িয়েছেন, বিয়ে দিয়েছেন মেয়ের।

কল্পনা মণ্ডল

কল্পনা মণ্ডল

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০১:৫৬
Share: Save:

স্বামীর ঘর ছেড়ে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে গিয়েছিলেন সেই কবে! তার পরে পেট চালানোর জন্য, দুই ছেলেমেয়েকে মানুষ করার জন্য চালাতে হয়েছে লাগাতার দীর্ঘ লড়াই। সল্টলেকের ফাল্গুনী বাজারে দোকান চালিয়ে ছেলেকে বি-টেক পড়িয়েছেন, বিয়ে দিয়েছেন মেয়ের।

সেই ছেলে সুরজিৎ মণ্ডল এখন বেঙ্গালুরুর একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। বছর পাঁচেক হল মা কল্পনাদেবীকে নিয়ে সেখানেই থাকেন। কিন্তু মাসখানেক আগে হঠাৎই এক দিন সব্জি কিনতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি মা। পুলিশও সন্ধান দিতে পারেনি সুরজিতের ৬০ বছরের মায়ের। ওই প্রৌঢ়ার আকস্মিক অন্তর্ধানে বিশেষ কোনও রহস্য আছে কি না, তা-ও বুঝে উঠতে পারছেন না পুলিশকর্মীরা।

বেঙ্গালুরুর এইচএএল থানার ইনস্পেক্টর সাদিক পাসা মঙ্গলবার বলেন, ‘‘মহিলার বয়স ষাট। কোথায় যেতে পারেন, বুঝতেই পারছি না। দুর্ঘটনায় মৃত্যু হলেও তো জানতে পারতাম। হতে পারে, নিজেই কোথাও চলে গিয়েছেন!’’

নিজে নিজে কোথায় চলে যেতে পারেন ওই বাঙালি প্রৌঢ়া?

বেঙ্গালুরুর দোদানোকুন্ডির বাড়ি থেকে ১৪ নভেম্বর হাঁটতে বেরোন কল্পনাদেবী। সুরজিতের কথায়, ‘‘প্রায় প্রতিদিনই বিকেলে হাঁটতে যেতেন মা। শাকসব্জি কিনে নিয়ে বাড়ি ফিরতেন। কিন্তু সে-দিন আর ফেরেননি।’’ স্বর ভারী হয়ে আসে সুরজিতের। বলেন, ‘‘আমি বিয়ে করিনি। মা-ই আমার জগৎ-সংসার। অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন।’’ কন্নড় ও ইংরেজি ভাষায় মায়ের ছবি-সহ পোস্টার বিলি করেছেন সুরজিৎ। কিন্তু হদিস নেই।

কী হল মহিলার? ছেলের সঙ্গে কোনও রকম মনোমালিন্য?

রাগারাগি একটু হয়েছিল, স্বীকার করছেন সুরজিৎ। তিনি জানান, ১৩ নভেম্বর সন্ধ্যায় ফুটবল খেলা দেখছিলেন। তখনই জানতে পারেন, সল্টলেকের ফাল্গুনীতে তাঁদের তালাবন্দি বাড়িতে পাঁচ হাজার টাকার পুরনো নোট পড়ে রয়েছে। এই নিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করেছিলেন ছেলে। পরের দিন অর্থাৎ ১৪ নভেম্বর থেকে মা নিখোঁজ। সুরজিতের সন্দেহ, তাঁর উপরে রাগ করে কোথাও চলে গিয়েছেন অভিমানিনী মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saltlake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE