দিনকয়েক ধরে মৃত ছেলের দেহ আগলে বসেছিলেন মা। তবে ঘুণাক্ষরেও তা টের পাননি পাড়াপ্রতিবেশীরা। সোমবার সকালে দুর্গন্ধে টেকা দায় হয় তাঁদের। খবর পেয়ে পুলিশ এসে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করে। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরের এই ঘটনায় হতবাক স্থানীয়েরা।
পুলিশ সূত্রে খবর, সোমবার দুর্গাপুরের সেকেন্ডারি এলাকার নিজেদের বাড়ি থেকে সুশীল জানা (৪০)-র পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিনকয়েক আগেই সুশীলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
স্থানীয়েরা জানিয়েছেন, বৃদ্ধা মা বেলারানি জানার সঙ্গে তাঁদের একতলা বাড়িতে থাকতেন সুশীল। তাঁর স্ত্রী আগেই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। সোমবার সকাল থেকেই তাঁদের বাড়ি থেকে দুর্গন্ধ বার হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। তার পরই পুলিশে খবর দেন তাঁরা।