Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বুধবার রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ফাইল চিত্র।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ০৩:১৬
Share: Save:

আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

বুধবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন বেঞ্চের দমদম বিমানবন্দরে নামার কথা। সে ক্ষেত্রে বৃহস্পতিবার প্রথমার্ধে আগ্রহী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবে তারা। দ্বিতীয়ার্ধে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার কথা তাদের। শুক্রবার সকালে বিভিন্ন বিভাগের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক বসবে কমিশন। বৈঠক হবে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) দফতরে কর্তাদের সঙ্গেও। শুক্রবারই তাদের ফিরে যাওয়ার কথা।

ফুল বেঞ্চের আসা নিয়ে অবশ্য এখনই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ সিইও দফতর। এক কর্তার কথায়, ‘‘প্রতি মুহূর্তেই পরিস্থিতি বদলাচ্ছে। এখনও পর্যন্ত এই কর্মসূচিই রয়েছে।’’ অরোরা ছাড়াও ফুল বেঞ্চে নির্বাচন কমিশনার অশোক লাভাসা, উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন-সহ অন্য পদাধিকারীদের থাকার কথা। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কয়েকদিন আগে বিহার এবং ঝাড়খণ্ডে গিয়েছিল ফুল বেঞ্চ। পশ্চিমবঙ্গে কী কী বিষয়ে রিপোর্ট কমিশন খতিয়ে দেখবে, সিইও দফতরকে সেই বার্তা আগেই পাঠানো হয়েছে।

আগামী সোমবার এবং মঙ্গলবার রাজ্যের সব লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ রয়েছে। মঙ্গলবার পুলিশ আধিকারিকদেরও প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। তা আপাতত স্থগিত হয়েছে বলে সিইও দফতর সূত্রের খবর। ওই সূত্রের বক্তব্য, জেলাশাসকদের সঙ্গে নয়, পুলিশ কর্তাদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Commission of India Sunil Arora
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE