পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকে। ঠিক তার পর দিনই রাজ্যে এল নির্বাচন কমিশনের প্রতিনিধিদল।
কমিশনের প্রতিনিধিদলে রয়েছেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশী। বুধবার সন্ধ্যায় তাঁরা বাগডোগরা বিমানবন্দরে নামেন। সূত্রের খবর, বৃহস্পতিবার এই প্রতিনিধিদল যাবে আলিপুরদুয়ারে। সেখানে সীমান্ত এলাকা ঘুরে দেখবে তারা। এসআইআর-এর কাজকর্ম খতিয়ে দেখবে।
এ ছাড়াও কমিশনের প্রতিনিধিদল যাবে কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। সেখানে বুথ লেভেল অফিসারেরা (বিএলও) ঠিক ভাবে কাজ করছেন কি না, তাঁদের কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, সে সব খতিয়ে দেখবেন প্রতিনিধিদল তিন সদস্য।
আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলও-রা। প্রযুক্তিগত সমস্যা মিটে গেলে রাজ্যের বাইরে থাকা ভোটারেরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।