লোকসভা নির্বাচন নিয়ে আলোচনাসভায় বাম-ঐক্যে জোর দেওয়ার কথা বলা হল। সিপিআই-এর রাজ্য দফতর ভূপেশ ভবনের লাহিড়ী-মুখার্জি সভাগৃহে শনিবার আলোচনাসভার আয়োজন করেছিল যোশী-অধিকারী ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ। ‘অষ্টাদশ লোকসভা নির্বাচন: বামপন্থীদের দৃষ্টিতে’ শীর্ষক ওই সভায় যোগ দিয়ে সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র বলেন, “বামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আরও সচেষ্ট হতে হবে। বামপন্থী আন্দোলন না থাকলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিকল্প বাম-গণতান্ত্রিক ঐক্য মজবুত হবে না।” সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ও তাঁর বক্তব্যে তৃতীয় শক্তি হিসেবে বাম-ঐক্য গড়ে তোলার বিষয়ে জোর দিয়েছেন। সভায় যোগ দিয়েছিলেন আরএসসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআই (এমএল) লিবারেশন নেতা জয়তু দেশমুখেরাও। সভা পরিচালনা করেন শোভনলাল দত্তগুপ্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)