সালে তিনি দলত্যাগ করেছিলেন। অথচ তিন বছর পরে তিনিই ঠাঁই পেয়েছেন তৃণমূলের ব্লক কমিটিতে। সদ্য গঠিত তৃণমূলের নন্দীগ্রাম-২ ব্লক কমিটির সদস্য উদয় মণ্ডলকে আবার গত মঙ্গলবার নন্দীগ্রামে সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভাতেও দেখা গিয়েছিল।
উদয় বলছেন, ‘‘আমি বামপন্থী পরিবারের সন্তান হলেও একসময় তৃণমূল করতাম। পরে দল ছেড়ে দিয়েছি। ২০২০ সাল থেকে তৃণমূলের কোনও কর্মসূচিতেও অংশ নিইনি। কী ভাবে ব্লক কমিটিতে জায়গা পেলাম জানি না।’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, ‘‘ব্লক স্তরে আলোচনা করে কমিটি ঠিক করার কথা ছিল। ব্লক সভাপতি তা করেননি। এটা ওঁর দায়।’’ ব্লক তৃণমূল সভাপতি অরুণাভ ভুঁইয়া ফোন ধরেননি। তবে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান নন্দীগ্রামের নেতা পীযূষ ভুঁইয়ার দাবি, ‘‘উদয় দলেই আছে।’’
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পালের খোঁচা, ‘‘তৃণমূলের কোনও লোক নেই তাই অন্য দলের লোককে কমিটিতে স্থান দিতে হয়েছে। পঞ্চায়েত ভোটের পরে পতাকা ধরার লোক থাকবে না তৃণমূলে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)