বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জুলাইইয়ের নির্ধারিত পার্ট ওয়ান পরীক্ষা পিছিয়ে দিল। ২১ জুলাইয়ের পরিবর্তে ওই পরীক্ষা হবে আগামী ৬ অগস্ট। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিয়ামক (কন্ট্রোলার) অসীম সরকার বলেন, ‘‘২১ জুলাই পার্ট ওয়ান পরীক্ষার দিন নির্ধারিত ছিল। বিশ্ববিদ্যালয়ের ৪২টি কলেজের ২৫ হাজার ছাত্রছাত্রীরা ওইদিন পরীক্ষায় বসতেন। কিন্তু ওইদিন তৃণমূলের সমাবেশ রয়েছে কলকাতায়। ফলে বাস না থাকায় পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষার দিন বদল করেছে। পরীক্ষাটি হবে আগামী ৬ অগস্ট।’’