Advertisement
০৪ মে ২০২৪
Farmer Protest

‘বিশ্বাসঘাতকতা দিবসে’ প্রতিবাদের ডাক আজ

ছাত্র, যুব, শ্রমিক, মহিলা সংগঠনগুলিকেও ওই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কিষাণ মোর্চার রাজ্য নেতৃত্ব।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ০৬:২৪
Share: Save:

কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন কৃষকেরা। কিন্তু কেন্দ্রীয় সরকার কথা রাখেনি। তাই আজ, সোমবার ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালন হবে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে। সেই উপলক্ষে ধর্মতলায় জমায়েতে যোগ দেওয়ার কথা বিভিন্ন কৃষক সংগঠনের। ছাত্র, যুব, শ্রমিক, মহিলা সংগঠনগুলিকেও ওই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কিষাণ মোর্চার রাজ্য নেতৃত্ব। কিষাণ মোর্চার অভিযোগ, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ রাজ্য সরকার যে সব মামলা দায়ের করেছিল, তা প্রত্যাহারের ব্যাপারে কোনও পদক্ষেপ হয়নি। কেন্দ্রও ওই রাজ্যগুলিকে কোনও চিঠি দেয়নি। একমাত্র হরিয়ানায় ‘কাগজে-কলমে’ কিছু কাজ হয়েছে। মৃত কৃষকদের ক্ষতিপূরণ, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার আইনের দাবিরও সুরাহা হয়নি। তদন্তের রিপোর্ট সামনে এসে গেলেও লখিমপুর খেরি হত্যাকাণ্ডের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করা হয়নি। এই সব অভিযোগ নিয়েই জেলা ও ব্লক স্তরেও আজ প্রতিবাদ, বিক্ষোভের মাধ্যমে ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালনের ডাক দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farmer Protest Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE