Advertisement
E-Paper

নারী দিবসে টোলে মেয়েরা

এক কর্তার কথায়, ‘‘উদ্যোগটা সফল হলে আগামী দিনে ধাপে ধাপে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে থাকা আরও বহু টোল প্লাজায় টোল কালেক্টর পদে মহিলাদের বসানো হবে। এতে তাঁদের কর্মসংস্থান আরও বাড়বে।’’

শান্তনু ঘোষ

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ০৩:২৭
টোল নিচ্ছেন মহিলা কর্মী। আজ, নারী দিবসে কিছু টোল প্লাজায় দেখা যাবে এই চিত্র। নিজস্ব চিত্র

টোল নিচ্ছেন মহিলা কর্মী। আজ, নারী দিবসে কিছু টোল প্লাজায় দেখা যাবে এই চিত্র। নিজস্ব চিত্র

মহিলাদের পথ চলায় সঙ্গী এ বার জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

তারই প্রথম ধাপ হিসেবে আজ, বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসে এ দেশের বাছাই করা কিছু টোল প্লাজায় টোল কালেক্টর হিসেবে বসানো হচ্ছে মহিলা কর্মীদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষ (ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া) সূত্রে জানা গিয়েছে, নারী দিবসে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হলেও আগামী দিনে ভারতের আরও অনেক টোল প্লাজায় মহিলাদের টোল আদায়ের কাজে দেখা যেতে পারে। এক কর্তার কথায়, ‘‘উদ্যোগটা সফল হলে আগামী দিনে ধাপে ধাপে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে থাকা আরও বহু টোল প্লাজায় টোল কালেক্টর পদে মহিলাদের বসানো হবে। এতে তাঁদের কর্মসংস্থান আরও বাড়বে।’’

জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রের খবর, কয়েক দিন আগেই তাদের সদর দফতর থেকে একটি নির্দেশিকা জারি করে সমস্ত আঞ্চলিক অফিসকে বলা হয়, আগামী ৮ মার্চ নারী দিবসে শহরের কাছাকাছি কোনও টোল প্লাজাকে চিহ্নিত করে দিনের শিফ্‌টে মহিলা কর্মীদের দিয়ে টোল আদায়ের কাজ করাতে হবে। সেই মতো এ রাজ্যের আঞ্চলিক দফতর থেকে কলকাতার কাছাকাছি নিবেদিতা সেতুর উপরে বালির রাজচন্দ্রপুর টোল প্লাজাকে বাছা হয়েছে।

এ শহরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া-র প্রকল্প রূপায়ণ ইউনিটের (প্রোজেক্ট ইমপ্লিমেন্ট ইউনিট) অধিকর্তা সুব্রত নাগ জানান, বালির টোল প্লাজায় ১৬টি লেন রয়েছে। প্রতিটি কাউন্টারেই মহিলা কর্মীদের বসানো হবে। তিনি বলেন, ‘‘এখানে আগে থেকেই কয়েক জন মহিলা টোল কালেক্টর রয়েছেন। নির্দেশিকা আসার পরে প্লাজার বাকি মহিলা কর্মীদেরও প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে।’’ জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রের খবর, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, অসম-সহ সারা দেশে মোট ২৫টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। তার অধীনে ৪১৭টি টোল প্লাজা চালু রয়েছে। যার মধ্যে এ রাজ্যে আছে ১৭টি। এই সমস্ত টোল প্লাজায় কয়েক জন করে মহিলা টোল কালেক্টর আগে থেকেই রয়েছেন।

টোল প্লাজায় টোল না দিয়ে চলে যাওয়া, লাইনে দাঁড়াতে না চাওয়া কিংবা ভিআইপি লেন দিয়ে বেরোতে চাওয়ার মতো বিষয় নিয়ে প্রায়ই গাড়িচালকদের সঙ্গে টোলকর্মীদের বচসা বেধে যায়। যার জেরে টোলকর্মীরা অনেক সময়ে আক্রান্তও হন। তাই প্রশ্ন উঠেছে, টোল বুথে মহিলাদের নিরাপত্তা দেবে কে? প্রসঙ্গত, গত বছরই গুরুগ্রামে এক মহিলা টোল আদায়কারীকে হেনস্থার অভিযোগ উঠেছিল এক চালকের বিরুদ্ধে। সুব্রতবাবু বলেন, ‘‘নির্দেশিকায় স্পষ্ট বলা রয়েছে, নিরাপত্তার দিকটা মাথায় রেখেই শহরের কাছাকাছি কোনও টোল প্লাজাকে চিহ্নিত করে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করতে হবে।’’

Toll plaza Women's Day Special International Women's Day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy