Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪
SSKM hospital

আগুন, ধোঁয়া, আতঙ্ক! বড় বিপদ থেকে রক্ষা পেল এসএসকেএম

আমরির আতঙ্ক জাগিয়ে সোমবার সকালে ভয়াবহ আগুন লাগল এসএসকেএম হাসপাতালে। রোনাল্ড রস বিল্ডিংয়ের ষষ্ঠতলায় এ দিন আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর।

এসএসকেএমে ভয়াবহ আগুন। নিজস্ব চিত্র।

এসএসকেএমে ভয়াবহ আগুন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ১১:৪৫
Share: Save:

আমরির আতঙ্ক জাগিয়ে সোমবার সকালে ভয়াবহ আগুন লাগল এসএসকেএম হাসপাতালে। রোনাল্ড রস বিল্ডিংয়ের ষষ্ঠতলায় এ দিন আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন রোগীর আত্মীয়-পরিজনেরা। ঘটনাস্থলে দমকলের ১৯টি ইঞ্জিন পৌঁছে প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হননি বলে জানিয়েছে প্রশাসন।

• মুখ্যমন্ত্রী বলেন, “অগ্নিকাণ্ডের জন্য কে দায়ী তদন্ত করে দেখা হবে। তদন্ত করবে দমকল ও স্বাস্থ্য দফতর। এ বার থেকে এসএসকেএমে সর্ব ক্ষণের জন্য ২টি করে দমকলের ইঞ্জিন থাকবে।”

• আগুনের কারণে ষষ্ঠতলায় দেওয়ালে ফাটল ধরে।

• দমকলের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ ও হাসপাতালের কর্মীরা।

• অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানিয়েছে প্রশাসন।

• দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানান, আগুন নিয়ন্ত্রণে।

• অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

• ঘটনাস্থলে ছিল লালবাজারের রিজার্ভ ফোর্স।

• ঘটনাস্থলে গিয়েছিলেন ডিসি সাউথ।

• জল দেওয়ার জন্য দেওয়াল ভাঙার চেষ্টা করেন দমকলের কর্মীরা।

• ষষ্ঠতলে নতুন লাইব্রেরির কাজ চলছিল, সেখান থেকেই আগুনের উত্স বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

• আগুন লাগার আধঘণ্টা পর কাজ শুরু করে দমকলের ইঞ্জিন।

এসএসকেএমে মমতা।

• রোগীদের নিরাপদে বের করে আনা হয়।

• আগুন লাগার কারণ জানা যায়নি।

• আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর।

• ঘটনাস্থলে দমকলের ১৯টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

• আগুন লাগে বেলা ১১.১৫ মিনিটে।

• এসএসকেএম-এর রোনাল্ড রস বিল্ডিংয়ের ষষ্ঠতলায় ভয়াবহ আগুন লাগে।

আরও খবর...

গোপনে ধূমপানেই বিপর্যয়, বলছে তদন্ত

অন্য বিষয়গুলি:

SSKM hospital fire Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy