কটকের হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। এদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। সকলেই এগরার বাসিন্দা।
মৃতদের মধ্যে রয়েছেন এগরার পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ জাফর, তাঁর স্ত্রী মেহরুন্নিসা বিবি (৫৫) ছেলে সনম কাজি (২২), আলম কাজি (২০), শেখ সাজ্জাদ হোসেন (৫৯) ও গাড়ির চালক সিরাজুল খান (২০)। ছেলের চিকিৎসার জন্যই জাফর সপরিবারে স্থানীয় এক চিকিত্সক সাজ্জাদের গাড়িতে কটকের হাসপাতালে গিয়েছিলেন।
সকলেরই বাড়ি এগরার কসবাগোলা গ্রামে। চিকিৎসা করিয়ে ফেরার সময় তাঁদের গাড়ি মোহনপুরের কাছে একটি পুকুরে পড়ে যায়। শুক্রবার রাত আটটা নাগাদ ভুবনেশ্বর থেকে তাঁরা রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশে।