Advertisement
E-Paper

মদ থেকে সাবধান, হুঁশিয়ারি বোতলেই

‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ন্ডস অথরিটি’ (এফএসএসএআই)-এর নির্দেশিকা মেনে এপ্রিল থেকে রাজ্যে অ্যালকোহলযুক্ত তরল পানীয়ের বোতলে এই ধরনের বার্তা দিতে তৎপর হয়েছে স্বাস্থ্য ভবন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৩:২৯

যা দেখতে আমজনতা অভ্যস্ত, সেটা বদলে যাচ্ছে। সিগারেটের প্যাকেটের মতো এ বার মদের বোতলেও বড় বড় হরফে লেখা থাকবে সতর্কবার্তা, ‘অ্যালকোহল শরীরের পক্ষে ক্ষতিকর’, ‘নিরাপদ থাকুন, মদ্য পান করে ড্রাইভ করবেন না’ ইত্যাদি।

‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ন্ডস অথরিটি’ (এফএসএসএআই)-এর নির্দেশিকা মেনে এপ্রিল থেকে রাজ্যে অ্যালকোহলযুক্ত তরল পানীয়ের বোতলে এই ধরনের বার্তা দিতে তৎপর হয়েছে স্বাস্থ্য ভবন।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে ‘ফুড সেফটি অ্যান্ড
স্ট্যান্ডার্ড অ্যাক্ট’ (২০০৬) এর ১৬(৫) ধারা মেনে গত বছর মার্চে একটি বিজ্ঞপ্তি জারি করে এফএসএসএআই। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যালকোহলযুক্ত তরল পানীয়ের পাত্রের গায়ে ওই দুই ধরনের সতর্কবার্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়। কিন্তু বিভিন্ন পানীয় উৎপাদক সংস্থা চটজলদি সেই নির্দেশিকা পালনে নানা রকম অসুবিধা রয়েছে বলে জানায়। সেই জন্য বিজ্ঞপ্তি রূপায়ণে উৎপাদক সংস্থাগুলিকে কিছুটা সময় দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে এফএসএসএআই জানায়, গত বছর জারি করা বিজ্ঞপ্তি আগামী এপ্রিল থেকে বলবৎ করতেই হবে। স্বাস্থ্য ভবন সেই অনুযায়ী আবগারি দফতর এবং সব জেলাকে চিঠি দিয়ে নতুন ব্যবস্থা চালু করার কথা জানিয়ে দিয়েছে।

স্বাস্থ্য ভবনের খবর, ২০০ মিলিলিটারের কম আয়তনের পাত্রের গায়ে সতর্কবার্তার হরফের মাপ হতে হবে ১.৫ মিলিমিটার। পাত্রের মাপ ২০০ মিলিলিটারের বেশি হলে হরফের মাপ তিন মিলিমিটার হওয়া চাই। সবই লিখতে বড় হরফে। ‘‘মাথা ঝিমঝিম করলেও বার্তা না-পড়ে উপায় নেই,’’ কৌতুকের সুরে বললেন স্বাস্থ্য ভবনের এক আধিকারিক।

Liquor Wine Bottle
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy