ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে, তাঁর জন্মদিনে বুধবার ‘ন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবা’ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। দিল্লিতে আয়োজিত ‘ফিদেল কাস্ত্রো সেন্টিনারি ফুটবল কাপ’ নামে ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন দিল্লি-সহ সংলগ্ন এলাকার ছাত্র-যুবদের দল। এসেছিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সি কে বিনীত। পীতমপুরায় এ দিন আয়োজিত প্রীতি ম্যাচে কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সানের নেতৃত্বাধীন ‘অ্যাম্বাসেডরস ইলেভন’ অনুষ্ঠানের প্রধান অতিথি বাইচুং ভুটিয়ার নেতৃত্বাধীন ‘সলিডারিটি কমিটি’র মুখোমুখি হয়। টাইব্রেকারে জেতে কিউবার রাষ্ট্রদূতের দল। খেলায় যোগ দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, বিজু কৃষ্ণাণ, অরুণকুমার, ভারতে থাকা কিউবার দূতাবাসের প্রথম সম্পাদক মাইকি দিয়াজ পেরেজ, বিভিন্ন দেশের দূতাবাসের কর্তারা, এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি আদর্শ এম সাজি প্রমুখ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)