বিমল গুরুঙ্গের আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের অর্ধেক সময় ধরে দুই রাজ্যের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলেছে, তা এখন অতীত। শুক্রবার বৈঠকের পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং একযোগে এই কথাই জানিয়ে দিলেন। চামলিংকে পাশে বসিয়ে মমতা আরও বলেন, ‘‘যা হওয়ার হয়েছে। ওদের (বিমল গুরুঙ্গদের) সিকিম আর কোনও রকম সাহায্য করবে না।’’
শুক্রবার দুপুরে শিলিগুড়িতে শাখা সচিবালয় উত্তরকন্যায় দুই মুখ্যমন্ত্রী প্রায় ২০ মিনিট একান্তে বৈঠক করেন। পরে সেখানে দুই রাজ্যের একাধিক মন্ত্রী, আমলা, শীর্ষ পুলিশকর্তারাও যোগ দেন। সূত্রের খবর, আলোচনার সময়ে সিকিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আগে পাহাড়ের আন্দোলন সমর্থন করলেও এখন তা অতীত।
বৈঠকের পরে যৌথ সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘‘সিকিম আমাদের বন্ধু।’’ তিনি স্পষ্ট করে দেন, পুরনো ভুল বোঝাবুঝি সব মিটিয়ে নেওয়া হবে। জানান, এ বার থেকে দুই রাজ্য উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করবে। তিনি বলেন, ‘‘পরিবহণ থেকে পর্যটন, সমস্ত বিষয়ে পূর্ণ সহযোগিতা করব আমরা।’’ চামলিং বলেন, ‘‘কিছু ভুল বোঝাবুঝি ছিল। মিটে গিয়েছে।’’ তাঁর কথায়, ‘‘দার্জিলিং-বাংলা আমাদের পাশেই থাকবে। আমরা একযোগে দুই রাজ্যের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করব। দার্জিলিঙের জন্যেও করব। বাকিটা ম্যাডাম সব বলেই দিয়েছেন। আমরাও তাতে একমত।’’