E-Paper

দুই পায়েরই পাতা থেকে হাঁটু পর্যন্ত ব্যান্ডেজ! প্রায় পাঁচ মাস ধরে হাসপাতালে পার্থ

চিকিৎসাধীন থাকলেও জেল হেফাজতে আছেন বলে প্রাক্তন মন্ত্রীর কাছে ডাক্তার, নার্স ছাড়া কারও যাওয়া নিষেধ। দু’এক জন আইনজীবীর পার্থের সঙ্গে সাক্ষাতের অনুমতি রয়েছে। মামলা সংক্রান্ত দরকারে তাঁরা যান কালেভদ্রে।

শুভাশিস ঘটক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ০৭:০২
রাজ‍্যের প্রাক্তন শিল্প ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ‍্যের প্রাক্তন শিল্প ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।

দু’টি পায়েরই পাতা থেকে হাঁটু পর্যন্ত ব্যান্ডেজ। ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালের আইটিইউ ওয়ার্ডে এ ভাবেই গত মাস পাঁচেক শয্যাবন্দি, নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা রাজ‍্যের প্রাক্তন শিল্প ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রের খবর, তাঁর দুটি পা ফুলে গিয়েছে। উচ্চ মাত্রার ডায়াবিটিসের রোগী পার্থের পায়ের গোড়ালি ও পাতা থেকে চামড়া খসে ক্ষতের সৃষ্টি হয়েছে। গোড়ালি থেকে হাঁটু রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে।

হাসপাতালের চিকিৎসকদের কথায়, ‘‘ঠিকঠাক এ পাশ-ও পাশ করতে পারেন না পার্থ। গুরুত্বপূর্ণ কোনও পরীক্ষার জন্য নিয়ে যেতে ভরসা হুইলচেয়ার।” পার্থর জন‍্য গঠিত চিকিৎসক দলের এক সদস‍্য বলেন, “ওঁর হৃদ্‌যন্ত্র, কিডনিতেও নানা সমস‍্যা রয়েছে। ডায়াবিটিসের জন‍্য পায়ের ক্ষতে সমস‍্যা হয়। দিনে অনেক সময়ে ওঁর অক্সিজেন সহায়তা লাগে।” হাসপাতালের কর্তব্যরত নার্সরা বলছেন, দিনভর শুধু ছাদের দিকে তাকিয়ে থাকেন পার্থ। খাওয়ানোর সময়ে বিড়বিড় করেন, ‘আমি প্রতিহিংসার শিকার।’

চিকিৎসাধীন থাকলেও জেল হেফাজতে আছেন বলে প্রাক্তন মন্ত্রীর কাছে ডাক্তার, নার্স ছাড়া কারও যাওয়া নিষেধ। দু’এক জন আইনজীবীর পার্থের সঙ্গে সাক্ষাতের অনুমতি রয়েছে। মামলা সংক্রান্ত দরকারে তাঁরা যান কালেভদ্রে। তবে আত্মীয়-পরিজন বা পরিচিত কেউ হাসপাতালে এসেছিলেন কি না পার্থ মাঝেমধ্যে তার খোঁজ নেন। পার্থের চিকিৎসার দায়িত্বে থাকা এক নার্স বলেন, “প্রথম দিকে খবরের কাগজ ও বই পড়ার চেষ্টা করতেন। আর বলতেন, আমার চশমাটা পরিষ্কার রাখবে।”

পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, “চিকিৎসা সংক্রান্ত সমস্ত রিপোর্ট দফায় দফায় আদালতে জমা দেওয়া হচ্ছে। ওঁর বয়স ৭৫-এর কাছাকাছি। তিনি গুরুতর অসুস্থ বলে একাধিকবার আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। তা মঞ্জুর করেনি আদালত।” বিপ্লবের দাবি, ইডির মামলায় শর্তাধীন জামিন পেলেও তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হওয়ার আবেদন করার পরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন পার্থ। শারীরিক অবস্থারও দ্রুত অবনতি শুরু হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টে সিবিআইয়ের এসএসসি-র মামলায়ও পার্থের জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু শর্ত পূরণে কিছু আইনি জটিলতা রয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় এখনও জেল হেফাজতে রয়েছেন পার্থ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Partha Chatterjee Bengal SSC Recruitment Case financial corruption Health issues

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy