তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কয়েক মাস পরে এ বার রাজ্যের সংখ্যালঘু কমিশনের ভাইস-চেয়ারপার্সন হলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। নতুন নিয়োগের পরে বৃহস্পতিবার বার্লা বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন। রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের পাশাপাশি, বিধানসভা ভোটে উত্তরবঙ্গের সব ক’টি আসন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই মূল লক্ষ্য। সেই অনুযায়ী চা-বাগানে কাজও শুরু হয়েছে।” ভাইস চেয়ারপার্সন হিসাবে খালি থাকা একটি পদে এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ আহমেদ হাসান ইমরান। প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জিতে ২০২১-এ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন বার্লা। তবে ২০২৪-এ টিকিট পাননি। তার পরে চলতি বছরের মে মাসে তৃণমূলে যোগ দিয়েছেন বার্লা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)