Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দিনহাটা উদয়নকেই, বার্তা দিলেন মমতা

যাবতীয় জল্পনার অবসান! নিজের প্রাক্তন দলের বিধায়ক সুনীল মণ্ডলের পথ ধরেই ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাৎপর্যপূর্ণ হল, বৃহস্পতিবার বিকালে লালবাজারের কাছে একদা তাঁর বাম সহকর্মী-নেতারা যখন তৃণমূল সরকারের পুলিশের হাতে রক্তাক্ত হচ্ছেন, প্রায় সেই সময়েই উদয়নবাবুকে শাসক দলে সাদরে বরণ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

দিনহাটায় এই বাড়িতেই ছিল ফব-র অফিস। বৃহস্পতিবার রাতে সেখানে নতুন বোর্ড। —নিজস্ব চিত্র।

দিনহাটায় এই বাড়িতেই ছিল ফব-র অফিস। বৃহস্পতিবার রাতে সেখানে নতুন বোর্ড। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও দিনহাটা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:৫৭
Share: Save:

যাবতীয় জল্পনার অবসান! নিজের প্রাক্তন দলের বিধায়ক সুনীল মণ্ডলের পথ ধরেই ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাৎপর্যপূর্ণ হল, বৃহস্পতিবার বিকালে লালবাজারের কাছে একদা তাঁর বাম সহকর্মী-নেতারা যখন তৃণমূল সরকারের পুলিশের হাতে রক্তাক্ত হচ্ছেন, প্রায় সেই সময়েই উদয়নবাবুকে শাসক দলে সাদরে বরণ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! আর তৃণমূলে যোগ দিলেও ফব-র টিকিটে নির্বাচিত বিধায়ক বা দিনহাটা পুরসভার চেয়ারম্যানের পদ অবশ্য ছাড়েননি উদয়নবাবু!

মুখ্যমন্ত্রী দিল্লি থেকে কলকাতা ফেরেন এ দিন বিকালে। আর সেই মুহূর্তেই উদয়নবাবু বিমানবন্দরে গিয়ে হাজির হন। বিমানবন্দরেই তাঁর তড়িঘড়ি তৃণমূলে যোগদানে শাসক দলের অন্দরে বিস্ময় তৈরি হয়েছে। শাসক দলের নেতারা তাঁকে তৃণমূলের দফতরে এনে আনুষ্ঠানিক ভাবে দলবদল করানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন। তাঁদের কেউ কেউ আড়ালে বলেছেন, ‘‘এত তাড়া কীসের, বুঝলাম না! একেবারে বিমানবন্দরেই দলবদল করে বসলেন!’’

উদয়নবাবুকে দলে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উনি ভাল সংগঠক। ওঁর বাবা কমল গুহের সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয় ছিল। তাঁর পরিবারের অবদান অপরিসীম। তাঁরই পুত্র উদয়ন আগামী দিনে দিনহাটা থেকেই লড়বেন।’’ যোগদানের সঙ্গে সঙ্গেই তাঁকে তৃণমূলের সম্পাদক করে দেন মমতা! দলবদল নিয়ে উদয়নবাবু বিস্তারিত ভাবে কোনও মন্তব্য না করে শুধু বলেন, ‘‘আমি তৃণমূলে যোগ দিলাম।’’ প্রসঙ্গত, গত বছর রাজ্যসভা ভোটের আগে ফব-র সুনীল মণ্ডল-সহ জনা তিনেক বাম বিধায়ক ক্রস ভোটিং করে তৃণমূলের প্রার্থীকে জিততে সাহায্য করেন এবং তার পরেই তৃণমূলে যোগ দেন। ওই দলত্যাগীরা পরে বিধানসভায় কিছু বলতে উঠলেই বাম বিধায়কেরা ‘ঘোড়া’ ‘ঘোড়া’ বলে তাঁদের বিদ্রুপ করতেন। ‘‘ঘোড়াদের যাঁরা বিদ্রুপ করতেন, তাঁদের অন্যতম ছিলেন উদয়নবাবু’’— মনে করিয়ে দিয়েছেন বাম শিবিরের এক বিধায়ক!

বিধায়ক পদ থেকে উদয়নবাবুকে সম্ভবত ইস্তফা দিতে হচ্ছে না, ইঙ্গিত মিলেছে মমতার মন্তব্যে। এর আগে কংগ্রেস থেকে ইমানি বিশ্বাস, সুশীল রায়, অসিত মাল, গোলাম রব্বানি, উমাপদ বাউরি বা সিপিএম থেকে ছায়া দলুইকে তৃণমূলে যোগদান করানো হলেও কেউই বিধায়ক-পদ ছাড়েননি। সেই ধারা এ বারও অব্যাহত থাকতে পারে।

রীতিমাফিক উদয়নবাবুকে দল থেকে বহিষ্কার করে ফব নেতৃত্ব বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যানের পদ থেকে তাঁর ইস্তফার দাবিই তুলেছেন। ফব-র রাজ্য সম্পাদক অশোক ঘোষ এ দিন বিবৃতি দিয়ে বলেছেন, ‘প্রত্যাশিত পথেই উদয়ন গুহ মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানিয়ে তৃণমূলে যোগদান করেছেন। এই ঘটনা প্রমাণ করে, সুবিধাবাদের উচ্চতা কতখানি! সৎসাহস ও নীতিবোধ থাকলে উদয়নবাবু বিধানসভার সদস্যপদ এবং দিনহাটা পুরসভার চেয়ারম্যান ও সদস্যপদ ত্যাগ করবেন’।

উদয়নবাবুকে দলে নেওয়া নিয়ে কোচবিহারে শাসক দলের নেতা-কর্মীদের একাংশ প্রকাশ্যেই বিরোধিতায় সরব। উদয়নবাবুকে তাঁরা মানবেন না বলে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে জানিয়েছেন বিক্ষুব্ধরা। রবীন্দ্রনাথবাবু এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর অনুগামী দিনহাটা-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মীর হুমায়ুন কবীর বলেন, ‘‘মুচলেকা দিয়ে উদয়নবাবু তৃণমূলে যোগ দিয়েছেন। ১৯৯৮ থেকে আমরা যারা রাজনীতি করি, তাঁরা কেউই উদয়নবাবুকে মেনে নেব না!’’ দিনহাটায় ফব-র নেতা-কর্মীদের সিংহভাগই উদয়নবাবুর সঙ্গে সঙ্গে তৃণমূলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূলকে হারিয়ে কয়েক মাস আগে জয়ী হওয়া দিনহাটা পুরসভাও ফব-র হাত থেকে তৃণমূলের দখলে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। কারণ, ১৬ আসনের পুরসভায় ফব-র ১০ কাউন্সিলরের মধ্যে উদয়নবাবুর সঙ্গে ৮ জনই তৃণমূলে যোগ দেবেন।

কোচবিহার থেকে উদয়নবাবুই ফব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। আবার তিনিই জেলা সম্পাদক, বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান! ফব থেকে তাঁর আর কিছু পাওয়ার ছিল না বলে এখন সরব হচ্ছেন দলের একাংশ। আর কমল গুহর কন্যা ইন্দ্রাণী ব্রহ্মের মতো তাঁর ভাইয়েরও তৃণমূলে যোগদানের পরে রাতারাতি দিনহাটায় ফব-র দফতরে বোর্ড সরিয়ে দেওয়া হয়েছে! তার বদলে বসেছে ‘কমল গুহ স্মৃতিরক্ষা কমিটি’র বোর্ড!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forward Bloc MLA Udayan Guha Trinamool Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE