খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তার কারণ, কবি-সাহিত্যিকদের বাক-স্বাধীনতা দিতে হবে। প্রতিটি মানুষের বাক-স্বাধীনতা দিতে হবে। কবিতাটি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বলে এফআইআর হয়েছে শুনেছি। কিন্তু ধর্ম তো ভাবাবেগের বিষয় নয়! এটা চর্চা থেকে আসে। এর জন্য পরমতসহিষ্ণুতার প্রয়োজন। ধৈর্যের দরকার। আমি এর কিছুটা চর্চা করি বলে বুঝতে পারি। ধর্ম এমন নয় যে কবিতার ঘায়ে মুর্ছা যাবে!
আরও পড়ুন
‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’! শ্রীজাতের বিরুদ্ধে এফআইআর শিলিগুড়িতে