Advertisement
১৬ মে ২০২৪

কংগ্রেসের দরজা খোলা রেখেই সম্মেলনে ফ ব

প্রবীণ নেতা অশোক ঘোষের প্রয়াণের পরে কলকাতায় এই প্রথম বার ফ ব-র কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ০৩:৪৭
Share: Save:

সিপিআইয়ের পরে আর এক বাম শরিক ফরওয়ার্ড ব্লকও কংগ্রেসের সঙ্গে যৌথ মঞ্চের দরজা খুলে রাখল। বিজেপি-র বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে কংগ্রেস-সহ সব ধরনের ‘গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল’ শক্তিকে একজোট করে লড়াইয়ের কথাই বলছে তারা। তবে ভোটে কার সঙ্গে সমঝোতা হবে, সেই ভাবনার আগে ভেঙে পড়া সংগঠনের দিকে নজর দিতে চান ফ ব নেতৃত্ব।

প্রবীণ নেতা অশোক ঘোষের প্রয়াণের পরে কলকাতায় এই প্রথম বার ফ ব-র কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল। তিন দিনের বৈঠকের শেষে বুধবার দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘‘বিজেপি-র নীতির বিরুদ্ধে কংগ্রেসের মতো শক্তিকে অস্বীকার করা যায় না। তাদের আর্থিক নীতির সঙ্গে অবশ্যই আমাদের বিরোধ আছে। কিন্তু বিষয়ভিত্তিক আন্দোলনে বিভিন্ন দল এক জায়গায় আসতেই পারে।’’ নীতীশ কুমারের মতো নেতার ধর্মনিরপেক্ষ জোট থেকে সরে যাওয়ার ধাক্কা সামলেও তাঁদের যে লড়াই চালিয়ে যেতে হবে, উল্লেখ করেছেন তিনি। কলকাতাতেই আগামী ১২ থেকে ১৬ ডিসেম্বর ফ ব-র ১৮তম পার্টি কংগ্রেস বসবে। তার আগে দলের সদস্যপদ ঝাড়াই-বাছাই করে লোকাল থেকে জেলা স্তরের সম্মেলন হবে। পার্টি কংগ্রেসের প্রস্তুতির জন্য জি দেবরাজনকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। দেবব্রতবাবুর বক্তব্য, ‘’৩৪ বছর ক্ষমতায় থাকার ফল কী হয়েছে, তার আমরা যথেষ্ট ভুক্তভোগী! এখন দলকে নতুন করে গড়তে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM All India Forward Bloc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE