গঢ়বাল হিমালয়ের স্বর্গারোহিণী শৃঙ্গে (৬২৫২ মিটার) পা রাখলেন কাঁচড়াপাড়ার ‘দ্য নেচারস ফাউন্ডেশন’ ক্লাবের চার সদস্য। গত মাসের তিন তারিখে কলকাতা থেকে দেবব্রত দত্তের নেতৃত্বে চার সদস্যের একটি দল রওনা দেয় দেহরাদূনের উদ্দেশে। ১১ জুন উত্তরাখণ্ডের তালুকা থেকে অভিযান শুরু হয়।
স্বর্গারোহিণীর দক্ষিণ-পূর্ব গা ধরে ২৩ জুন সকাল সাড়ে ৬টায় শৃঙ্গে পৌঁছন দেবব্রত দত্ত, বিক্রমজিৎ নাথ, বিক্রমজিৎ দেবনাথ ও সুমন দে। শৃঙ্গটিতে ‘টেকনিক্যাল ক্লাইম্ব’ ছিল বলেই জানিয়েছেন সদস্যরা। অসামরিক উদ্যোগে এই প্রথম কোনও বাঙালি দল এই শৃঙ্গ আরোহণ করলেন। দলনেতার দাবি, শৃঙ্গ ছোঁয়ার স্মারক হিসেবে চুড়োয় দলনেতার সই করা একটি স্নো-বার গেঁথে রেখে এসেছেন তাঁরা।
আরও পড়ুন: ৫৮ বছর বয়সে এভারেস্ট জয় করলেন দুর্গাপুরের প্রতিবন্ধী পরেশচন্দ্র নাথ