Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মূর্তি ভাঙার তদন্তে কমিটি

লোকসভা ভোটের প্রচারে গত ১৪ মে কলকাতায় ধর্মতলা থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত উত্তর ভারতের কায়দায় বিরাট আড়ম্বর সহযোগে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ০২:১৩
Share: Save:

বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার। নবান্নে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটিতে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, কলকাতা পুলিশের অপর কর্তা জাভেদ শামিম এবং বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ। এই কমিটিকে অবিলম্বে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তাঁরই নির্দেশে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিদ্ধান্ত— বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের ভাঙা মূর্তি গড়ে দেওয়ার পাশাপাশি সেখানে তাঁর ব্রোঞ্জ মূর্তি বসানো হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তি।

লোকসভা ভোটের প্রচারে গত ১৪ মে কলকাতায় ধর্মতলা থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত উত্তর ভারতের কায়দায় বিরাট আড়ম্বর সহযোগে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই রোড শো থেকেই বিদ্যাসাগর কলেজে হামলা করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। বিজেপি অবশ্য ওই ঘটনায় পাল্টা আঙুল তুলেছিল তৃণমূলের দিকে। এ দিন তদন্ত কমিটির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিদ্যাসাগর আমাদের গর্ব। নির্বাচন চলাকালীন জঘন্য কায়দায় ২০০ বছরের পুরনো মূর্তি ভাঙা হয়েছিল। এর বিহিত হওয়া দরকার। তাই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE