প্রয়াত হলেন প্রবীণ আইনজীবী ও রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্তু (৮৬)। কলকাতায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। বাম জমানায় ১৫ বছর অ্যাডভোকেট জেনারেলের (এজি) দায়িত্বে ছিলেন নরনারায়ণবাবু। রাজ্য বার কাউন্সিলেরও চেয়ারম্যান ছিলেন। গান শুনতে ও গাইতে ভালবাসতেন।
প্রয়াত পরিচালক মৃণাল সেনের হাতে ৮০ বছর বয়সের নরনারায়ণবাবুর প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম প্রকাশিত হয়েছিল! বলেছিলেন, আগে কাজের চাপে গানের জন্য সময় পাইনি। সারা ভারত আইনজীবী ইউনিয়নের (এআইএলইউ) তিনি ছিলেন প্রতিষ্ঠাতা-নেতা। আইনের উপরে লিখেছে একাধিক বই। নিজেকে কমিউনিস্ট বলতেন। আলিমুদ্দিন স্ট্রিটে এ দিন তাঁর মরদেহ আনা হলে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব ও অন্যেরা। নরনারায়ণবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এআইএলএউ-এর সর্বভারতীয় নেতৃত্বও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)