বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার সকাল পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এখন দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বেলা পর্যন্ত এমন পরিস্থিতি চলতে পারে। তবে চলতি সপ্তাহের শেষেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া-পূর্বাভাস।