Advertisement
০৮ অক্টোবর ২০২৪
Bipin rawat

Bipin Rawat: ৪৫ শতাংশ দগ্ধ, তবে ‘স্থিতিশীল’ রাওয়তের কপ্টারের এক মাত্র জীবিত সওয়ারি

বৃহস্পতিবার সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানান, বেঙ্গালুরুর এয়ারফোর্স কমান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বরুণকে।

ভেঙে পড়া কপ্টারে জেনারেল রাওয়তের সঙ্গী ছিলেন বরুণ।

ভেঙে পড়া কপ্টারে জেনারেল রাওয়তের সঙ্গী ছিলেন বরুণ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ১২:২৯
Share: Save:

প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়তের কপ্টারের ১৪ জন সওয়ারির মধ্যে এক মাত্র তিনিই জীবিত রয়েছেন। বেঙ্গালুরুর এয়ারফোর্স কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের এখনও ‘সঙ্কটজনক হলেও স্থিতিশীল’। বৃহস্পতিবার সংসদে এ কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

রাজনাথ লোকসভায় বলেন, ‘‘গ্রুপ ক্যাপ্টেন বরুণ গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁর প্রাণ বাঁচানোর জন্য সর্বোত ভাবে চেষ্টা চলছে।’’ বায়ুসেনার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, বরুণের শরীরের ৪৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।

বুধবার তামিলনাডুর নীলগিরি পাহাড়ে এমআই-১৭ ভি-৫ কপ্টার দুর্ঘটনার পর মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়েছিল বরুণকে। প্রথমে তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর বিশেষ বিমানে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুতে।

গত অগস্টে সাহসিকতার জন্য শৌর্য চক্র সম্মাননা পেয়েছিলেন বরুণ। একটি ‘এয়ার শো’ চলাকালীন মাঝ আকাশে বরুণের তেজস যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু তিনি দক্ষতায় সঙ্গে নিরাপদ অবতরণে সক্ষম হয়েছিলেন।

উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা বরুণের বাবা কে পি সিংহ ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল। তাঁর কাকা অখিলেশ প্রতাপ সিংহ রাজ্যের প্রথম সারির কংগ্রেস নেতা এবং গাঁধী পরিবারের ঘনিষ্ঠ।

বরুণের আর এক কাকা দীনেশ প্রতাপ সিংহ বলেন, ‘‘আমরা প্রচণ্ড উৎকণ্ঠায় রয়েছি। বায়ুসেনার পরবর্তী মেডিক্যাল বুলেটিনের অপেক্ষা করছি। আশা করছি, শেষ পর্যন্ত সব ঠিক হবে যাবে।’’ দীনেশের পাশাপাশি এখন সেই আশায় গোটা দেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE