মাসখানেক আগে স্কুলের সহপাঠীদের সঙ্গে রাস্তায় গাড়ি থামিয়ে বলেছিল— ‘ড্রাইভারকাকু আস্তে গাড়ি চালাও’। বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়রামপুরের সেই দুই ভাই-বোন শিবম ভুঁইয়া (১২) ও প্রিয়াঙ্কা ভুঁইয়াকে (৭) পিষে দিল ট্রাক। তাদের সঙ্গেই দুর্ঘটনায় মারা গেলেন বাবা কৃষ্ণপদ ভুঁইয়া (৩৫)। গুরুতর আহত হয়েছেন কৃষ্ণপদর স্ত্রী লক্ষ্মী ও তাঁর বড় মেয়ে পূজা।
শনিবার রাতে স্থানীয় হরিণমুড়ি খালের সেতুর কাছে দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত জনতা রাধানগরে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘেরাও করা হয় পুলিশ ফাঁড়ি। ক্ষতিপূরণের দাবিতে রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত গ্রামবাসী জয়রামপুরে পথ অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও খালাসি পালিয়েছে।
গত কয়েক দিন ধরে জয়রামপুরের পাশের রাধানগরে গাজনের মেলা চলছে। সে জন্য রাস্তায় ভিড় ছিল। শনিবার রাত ৯টা নাগাদ সোনামুখীগামী একটি খালি ট্রাক প্রথমে রাধানগর গ্রন্থাগারের কাছে আমরেল গ্রামের যুবক সাইকেল আরোহী সন্টু বাউরিকে ধাক্কা মারে। এর পরেই চালক আরও জোরে গাড়ি ছোটায়। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে মেলা থেকে ফিরছিলেন কৃষ্ণপদ। সরু সেতুর মুখে ট্রাকটি বেসামাল হয়ে তাঁদের ধাক্কা মেরে পাশের জমিতে নেমে যায়।