Advertisement
২৪ অক্টোবর ২০২৪

রোজ ভ্যালি কর্তার হাজিরা ১৩ তারিখে

লগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে ১৩ ফেব্রুয়ারি আলিপুর আদালতে হাজির করানোর নির্দেশ দিলেন বিচারক পবিত্র সেন। গৌতম, সংস্থার অন্যতম অংশীদার শিবময় দত্ত এবং অন্য এক কর্তা রামলাল গোস্বামীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে স্পেশ্যাল ফ্রড ইনভেস্টিগেশন অফিস।

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৩
Share: Save:

লগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে ১৩ ফেব্রুয়ারি আলিপুর আদালতে হাজির করানোর নির্দেশ দিলেন বিচারক পবিত্র সেন। গৌতম, সংস্থার অন্যতম অংশীদার শিবময় দত্ত এবং অন্য এক কর্তা রামলাল গোস্বামীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে স্পেশ্যাল ফ্রড ইনভেস্টিগেশন অফিস। কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনুপম বশিষ্ঠ এই অভিযোগে আলিপুর আদালতে মামলাও করেছেন। মঙ্গলবার সেই মামলায় গৌতমের হাজির হওয়ার কথা ছিল। এসএফআইও-র তরফে কোনও আইনজীবী বা তদন্তকারী অফিসার এ দিন হাজির ছিলেন না। গৌতমের আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে জানান, তাঁর মক্কেল অসুস্থ। প্রেসিডেন্সি জেলে আছেন। বিচারক নির্দেশ দেন, গৌতমের চিকিৎসার নথি পেশ করতে হবে ১৩ তারিখে।

অন্য বিষয়গুলি:

Goutam Kundu Rose Valley chit fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE