গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত বিপুল আয়কর দিয়েছেন সরকারকে। এখন তাই জামিন চান রোজ ভ্যালি-র কর্ণধার।
বুধবার আদালতে গৌতম কুণ্ডুর জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী দাবি করেন— ২০১৩-১৪ আর্থিক বছরে ১০০ কোটি টাকার আয়কর দিয়েছিলেন তিনি। তাঁর সংস্থা ওই বছরে ১১ হাজার কোটি টাকা ফেরতও দিয়েছে আমানতকারীদের। কিন্তু ইডি-র আইনজীবী জামিনের বিরোধিতা করে যুক্তি দেন— গৌতমের আয়ের সূত্রটিই তো বেআইনি! আয়কর দিলেই সেটা আইনি হয়ে যায় না।
রোজ ভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর করা মামলায় ২০১৫ সালের ২৫ মার্চ গ্রেফতার হন গৌতম। তার পর থেকে তিনি জেলে রয়েছেন। জেলে থাকাকালীনই সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল। এ দিন ব্যাঙ্কশালে সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের কাছে গৌতমের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। সেখানেই ওই বিপুল পরিমাণ আয়কর দেওয়ার প্রসঙ্গটি তোলেন তাঁর আইনজীবী।