Advertisement
১৯ মে ২০২৪

এ বার ব্যাগ বিলি প্রাথমিক পড়ুয়াদের

সাইকেল, জুতোর পর এ বার স্কুল ব্যাগ। রাজ্যের প্রাথমিক স্তরে প্রায় ৪০ লক্ষ পড়ুয়াকে স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

সোমনাথ চক্রবর্তী
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০৩:৫৭
Share: Save:

সাইকেল, জুতোর পর এ বার স্কুল ব্যাগ।

রাজ্যের প্রাথমিক স্তরে প্রায় ৪০ লক্ষ পড়ুয়াকে স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। এ জন্য প্রায় ২০০ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করছেন শিক্ষা কর্তারা। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঁচ হাজার স্কুলে কম্পিউটার শিক্ষার পরিকাঠামো তৈরি ও প্রোজেক্টর মেশিন দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে এই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের একাংশ অবশ্য এমন সিদ্ধান্তের নেপথ্যে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের প্রস্তুতিই দেখছেন। বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আগামী দিনে শিক্ষা দফতর কী ভাবে কাজ করবে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তার পরিকল্পনা করা হয়েছে।’’

বিধানসভা ভোটে ২১১টি আসনে জিতে সদ্য ক্ষমতায় ফিরেছেন মমতা। দ্বিতীয় বার নবান্নে আসীন হওয়ার নেপথ্যে যে সব প্রকল্পের নাম উঠে আসছে, তার অন্যতম নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের সাইকেল বিলি প্রকল্প। সবুজ সাথী নামে প্রায় ৪০ লক্ষ সাইকেল বিলির পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে ২৫ লক্ষ সাইকেল ইতিমধ্যে বিলি হয়ে গিয়েছে বলে সরকারের দাবি।

এর পাশাপাশি প্রাথমিক পড়ুয়াদের জুতো দেওয়ার প্রকল্পটিও জনপ্রিয় হয়েছে বলে তৃণমূল স্তর থেকে খবর পেয়েছে সরকার। গত বছর শীতের সময়ে বীরভূম থেকে বর্ধমানে আসার সময় কাঁকসার কাছে বেশ কিছু স্কুল-পড়ুয়াকে খালি পায়ে হাঁটতে দেখেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীকে ফোনে নির্দেশ দেন— প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াকে জুতো দিতে হবে।

সাইকেল ও জুতো জনপ্রিয় হওয়ায় এ বার স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থ দফতরের এক কর্তা জানান, জুতোর জন্য ১৫৩ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কম্পিউটার কেনার জন্য ধরা হয়েছে ৫০ কোটি টাকা। এ বার স্কুল ব্যাগ দিতে আরও প্রায় ২০০ কোটি টাকা খরচ হবে বলে অনুমান। মুখ্যমন্ত্রী চেয়েছেন, তাই টাকার অভাব হবে-না বলেও আশ্বাস দিয়েছেন অর্থ দফতরের কর্তারা।

শিক্ষা দফতরের অফিসারদের একাংশ জানান, সাইকেল এ বছরও বিলি হবে। সমস্ত স্কুলে এখনও জুতো দেওয়া যায়নি। সেই কাজ শেষ হলেই ব্যাগ দেওয়ার কাজ শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Government primary students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE