ফের হুগলির আরামবাগের সেই ‘ভুয়ো’ ক্লাবের নামে সরকারি অনুদান বরাদ্দ হল!
আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডে ‘নবপল্লি মাঠপাড়া সম্প্রীতি সঙ্ঘ’ নামে কোনও ক্লাবের অস্তিত্ব নেই বলে দাবি এলাকাবাসীর। গত বছরের এপ্রিলে তাঁরা জানতে পারেন, ওই ক্লাবের নামে বরাদ্দ হওয়া সরকারি অনুদানের এক লক্ষ টাকা তুলে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা নীতীশ ভট্টাচার্য। এ নিয়ে নানা মহলে তাঁরা অভিযোগ জানান। তদন্তে নামে জেলা যুবকল্যাণ ও ক্রীড়া দফতর। ন’মাসেও তদন্তের কিনারা হয়নি। এর মধ্যেই এ বছরের কিস্তির এক লক্ষ টাকা বরাদ্দ হয়ে গিয়েছে ওই ক্লাবের নামে।
আরামবাগের কোন কোন ক্লাব ওই অনুদান পাবে, ক্রীড়া দফতরের এ সংক্রান্ত তালিকা এসেছে আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার হাতে। সেই তালিকাতেই নাম রয়েছে ওই ক্লাবের। বিধায়ক অবশ্য বলেন, ‘‘তালিকায় নাম থাকলেও ক্লাবটিকে টাকার আবেদনের ফর্ম দেওয়া হবে না বলে ঠিক করেছি। কারণ, বিতর্ক উঠেছে। তদন্তের এখনও কিনারা হয়নি।’’