রাজ্যে লগ্নি কতটা সুরক্ষিত, তা নিয়ে সংশয়ের সুর খোদ রাজ্যপালের গলাতেও।
বৃহস্পতিবার বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্সের ১৬০তম বার্ষিক সাধারণ সভায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, “লগ্নির ক্ষেত্রে ব্যবসা এবং শিল্প চায় নিরাপত্তা ও সহায়তা। তার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির দায়িত্ব সকলের। যার মধ্যে রয়েছে রাজ্য সরকারও (বিজনেস অ্যান্ড ইনডাস্ট্রিয়ালিস্টস ... রিকোয়্যার সিকিওরিটি অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন ম্যাটার রিলেটিং টু ইনভেস্টমেন্ট)।” একই সঙ্গে, তাঁর সংযোজন, “নিছক কথার কথা নয়, এ জন্য চাই সুনির্দিষ্ট পদক্ষেপ (নট মিয়ার টকস, কংক্রিট স্টেপস আর নেসাসারি)।”
জমি-জট থেকে শুরু করে বিশেষ আর্থিক অঞ্চলের (সেজ) তকমা দিতে অনীহা শিল্প নিয়ে রাজ্যের বিভিন্ন অবস্থানের কারণে বড় অঙ্কের লগ্নি এমনিতেই আজ বহু দিন অধরা। সেই গোদের উপর আবার বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে সিন্ডিকেট-রাজ আর তোলাবাজি। সম্প্রতি যার কারণে সমস্যায় পড়েছে কয়েকটি কারখানা। ঠারেঠোরে নিরাপত্তা আটোসাঁটো করার কথা বলেছে শিল্প মহল। তাই সেই পরিস্থিতিতে এ দিন রাজ্যপালের এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বিশেষত গুরুত্ব পাচ্ছে তাঁর কথার শেষ অংশ, যেখানে নেহাত মৌখিক প্রতিশ্রুতির বদলে সরকারকে নির্দিষ্ট পদক্ষেপ করতে বলছেন তিনি।