কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকার প্রেক্ষিতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের বৈঠক চলে। বৈঠক শেষে টুইট করেন রাজ্যপাল।
'বিএসএফ-এর সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয়ের লক্ষ্যে পদক্ষেপ করুন'-- বৈঠকে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন রাজ্যপাল। প্রায় এক ঘণ্টা বৈঠক চলে। শনিবার বিকেল ৪টে ৫০ নাগাদ রাজভবনে প্রবেশ করেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। সন্ধে ৬টা নাগাদ রাজভবনের পশ্চিম গেট দিয়ে তাঁরা বেরিয়ে নবান্ন ফেরেন। এ ছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল।