মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিস থেকে স্কুলের প্রতিনিধিরা অ্যাডমিট কার্ড নিয়ে এসেছেন। শিক্ষকেরা জানাচ্ছেন, ২৪ এবং ২৫ জানুয়ারি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক।
তবে মুচলেকা ছাড়াই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংগ্রহ করলেন প্রধান শিক্ষকেরা। উল্লেখ্য, পর্ষদ জানিয়েছিল, অ্যাডমিট কার্ড নিতে গেলে প্রধান শিক্ষকদের ১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে মুচলেকা দিয়ে জানাতে হবে, তাঁদের স্কুলে নবম শ্রেণির পড়ুয়াদের কারও রেজিস্ট্রেশন বাকি নেই।
প্রধান শিক্ষকদের সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, ‘‘এ ভাবে মুচলেকা দেওয়া অপমানের সামিল। সোমবার মুচলেকা না দিয়েই প্রধান শিক্ষকেরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন।’’ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর কথায়, ‘‘নানা কারণে নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনে দেরি হয়। তার জন্য স্কুল দায়ী নয়। আমরা মুচলেকা দিইনি।’’
পর্ষদের এক কর্তা বলেন, ‘‘অনেক সময়ে স্কুলের গাফিলতিতে নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন অসম্পূর্ণ থাকছে। তাই মুচলেকা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে বলা হয়নি যে মুচলেকা না দিলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না।’’
এ দিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে ৩০ জানুয়ারি। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যে সব স্কুল একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষা এখনও নেয়নি, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই দুপুর দু’টো থেকে ওই পরীক্ষা নিতে পারে। উচ্চ মাধ্যমিক এ বার সকালে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)